TRENDING:

Loksabha Election: হুগলিতে ঘাঁটি গেড়েছে BJP, তৃণমূলের পাল্টা কী প্ল্যান? আজ আরামবাগে কোন নতুন বার্তা দেবেন মমতা?

Last Updated:

২০১৯ সালে এই লোকসভার যদি ফল দেখা যায়, তাহলে উঠে আসে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার পেয়েছিলেন ৬,৪৯,৯২১৷ বিজেপির তপন রায় ৬,৪৮,৭৮৭৷ ব্যবধান ছিল মাত্র ১,১৪২৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনের পরিসংখ্যান বলছে, হুগলিতে ধীরে ধীরে জমি বেশ মজবুত করেছেন বিজেপি৷ দক্ষিণবঙ্গের এই জেলায় শাসকদল এখন বেশ খানিকটা বেকায়দায়৷ এই জেলায় বিজেপির ভোটব্যাঙ্ক বাড়ায়, এবার এই হুগলি জেলাকেই পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস। আজ, সোমবার বেলা ১২টা নাগাদ হুগলির আরামবাগে প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যনন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পৌঁছে সরকারি পরিষেবা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরামবাগ সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে একাধিক জল্পনা। সিঙ্গুর কে কেন্দ্র করে ফের নতুন করে শিল্প বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপাতত, এই জল্পনা গোটা জেলা জুড়ে। যদিও বহুদিন ধরে আরামবাগ কে পৃথক জেলার দাবি রয়েছে। শোনা গিয়েছে, এদিন তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত থাকতে পারেন অভিনেতা দেব-ও৷
advertisement

আরামবাগ লোকসভা রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লোকসভা নিয়ে ইতিমধ্যেই চ্যালেঞ্জ জানিয়েছে বিজেপি শিবির। গত লোকসভা নির্বাচনে মাত্র ১,১৪২ ভোটের ব্যবধানে এই আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস। তবে বিধানসভা নির্বাচনে ছিল বিজেপি-রই জয়জয়কার৷

গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ধারাবাহিক ভাবে আরামবাগ সাংগঠনিক জেলায় শাসকদলের ফল খারাপ হয়েছিল। তা বাদেও কয়েকটি ব্লকে দলের ফল ভাল হয়নি। এখনও রয়ে গিয়েছে দলীয় কোন্দল। লোকসভা ভোট দোরগোড়ায়। স্কুলে নিয়োগে দুর্নীতি-সহ নানা বিষয়ে সুর চড়াচ্ছেন বিরোধীরা।

advertisement

আরও পড়ুন: শুভেন্দুর আর্জিকে মান্যতা, আজই সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল! দেবেন বড় কোন নির্দেশ? জল্পনা তুঙ্গে

জেলার এক শীর্ষ নেতা অবশ্য বলছেন, ‘‘আমি দলের নেতা-কর্মীদের বলেছি, কোনও বাছবিচার না করে সকলের বাড়ি পৌঁছতে হবে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য নানা প্রকল্প দিয়েছেন। সেই সব প্রকল্পের সুবিধা কেউ না পেয়ে থাকলে তার ব্যবস্থা করতে হবে। কারও কোনও সমস্যা থাকলে তাঁর অংশীদার হয়ে দ্রুত সমাধান করতে হবে। সংগঠন মজবুত করে সরকারি প্রকল্পের কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিলে আমার স্থির বিশ্বাস, মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না।’’

advertisement

২০২১ সালের বিধানসভা ভোটের ফল যদি দেখা যায় তাহলে, আরামবাগের বিজেপি প্রার্থী মধুসূদন বাগ ৭,৬৩৭ ভোটে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে পরাজিত করেছিলেন। গোঘাটে বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক ৪,০৮৮ ভোটে বিজয়ী হয়েছেন।

খানাকুলে বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ ১৩,২৫২ ভোটে এবং পুরশুড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষ ২৭,৭৪৩ ভোটে জয়ী হয়েছেন। ২০১৯ সালের লোকসভা ভোটের ফল যদি দেখা যায়, তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরুপা পোদ্দার পেয়েছিলেন ৬ লাখ ৪৯ হাজার ৯২৯ ভোট। আর বিজেপির প্রার্থী তপন রায় পেয়েছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৭৮৭ ভোট।

advertisement

২০১৯ সালে এই লোকসভার যদি ফল দেখা যায়, তাহলে উঠে আসে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার পেয়েছিলেন ৬,৪৯,৯২১৷ বিজেপির তপন রায় ৬,৪৮,৭৮৭৷ ব্যবধান ছিল মাত্র ১,১৪২৷

লোকসভার ফলের প্রেক্ষিতে বিধানসভার ফল যদি দেখা যায় তাহলে উঠে আসে – ২০১৯

হরিপাল – তৃণমূল কংগ্রেস ৯৫,২৯৫, বিজেপি ৮৫,৭৩১

তারকেশ্বর – তৃণমূল কংগ্রেস ৮৮,০৯৬, বিজেপি ৮৩,৭৫৩

advertisement

চন্দ্রকোনা-  তৃণমূল কংগ্রেস ১,০৬,৮০০ বিজেপি ১,০৩,১৬৯

পুরশুরা – তৃণমূল কংগ্রেস ৮১,৯১৭, বিজেপি ১,০৭,৭৫৯

আরামবাগ – তৃণমূল কংগ্রেস ৯৩,৮৮৩, বিজেপি ৮৯,৮৭৬

গোঘাট- তৃণমূল কংগ্রেস ৮৭,২১৭, বিজেপি ৯৫,২৮৪

খানাকুল- তৃণমূল কংগ্রেস ৯৬,৪০৫, বিজেপি ৮২,১৮৩

আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ডে এবার গ্রেফতার CPIM নেতা! ‘অশান্তি’র নেপথ্যে কি ইনিই, সামনে এল বিস্ফোরক অভিযোগ

এবার যদি ২০২১ সালের বিধানসভা ভোটের ফল দেখা যায় তাহলে উঠে আসছে,

২০২১ ফলাফল অনুযায়ী চারটিতে জয়ী বিজেপি

পুরশুরা- তৃণমূল কংগ্রেস ৯১,১৫৬, বিজেপি ১,১৯,৩৩৪

আরামবাগ- তৃণমূল কংগ্রেস ৯৫,৯৩৬, বিজেপি ১,০৩,১০৮

গোঘাট- তৃণমূল কংগ্রেস ৯৮,০৮০, বিজেপি ১,০২,২২৪

খানাকুল- তৃণমূল কংগ্রেস ৯৪,৫১৯, বিজেপি ১,০৭,৪০৩

বাকি তিনটি বিধানসভা যা আরামবাগ লোকসভায় আছে – হরিপাল – তৃণমূল কংগ্রেস ১,১০,২১৫, বিজেপি ৮৭,১৪৩

তারকেশ্বর- তৃণমূল কংগ্রেস ৯৬,৬৯৮, বিজেপি ৮৯,২১৪

চন্দ্রকোনা – তৃণমূল কংগ্রেস ১,২১,৮৪৬, বিজেপি ১,১০,৫৬৫

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এখন, লোকসভা নির্বাচনের আগে সোমবারের প্রশাসনিক সভা থেকে হুগলিবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিশেষ কোনও বার্তা দেন কি না, সেটাই দেখার৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Loksabha Election: হুগলিতে ঘাঁটি গেড়েছে BJP, তৃণমূলের পাল্টা কী প্ল্যান? আজ আরামবাগে কোন নতুন বার্তা দেবেন মমতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল