SIR-এ পশ্চিমবঙ্গের কাদের নাম বাদ গেল? CEO দফতরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাবে তালিকা। খসড়া তালিকার আগেই নাম বাদের তালিকা প্রকাশ। ওয়েবসাইট ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। নাম বাদের তালিকা দেখা যাবে ceowestbengal.wb.gov.in -এই ওয়েবসাইটে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
advertisement
এদিকে তালিকা প্রকাশের পরেই বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরেই তিনি জানিয়েছেন একের পর এক পদক্ষেপ যা দলীয় কর্মীদের তিনি নিতে নির্দেশ দিয়েছেন৷ তিনি বলেছেন, শুনানিতে সবার পাশে দাঁড়াতে হবে। পাড়ায় পাড়ায় ক্যাম্পে সমস্ত ধরণের সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলেছেন৷ এরপর তিনি আরও বলেছেন, ‘‘কাগজ নিয়ে যাদের অসুবিধা হচ্ছে তাদের মে আই হেল্প ইউ ক্যাম্পে নিয়ে যান। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করুন।’’
তাঁর কড়া নির্দেশ কোনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়া হবে না। তিনি প্রশ্ন তুলেছেন, বিএলও ও বিএলএ’দের সমন্বয় কেমন ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সূত্র মারফত খবর বিএলও এবং বিএলএদের সমন্বয় নিয়ে তিনি খুবই অসন্তুষ্ট৷
বিএলএ’রা অনেকেই জানিয়েছেন, তাঁরা সমস্ত বাড়িতেই গেছেন। কেউ কেউ যদি ফর্ম না ফেরত দেন, সেই অবস্থা সম্পর্কে তাঁরা বুঝতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘যাঁদের নাম বাদ গেছে তাঁদের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। জীবিত অথচ মৃত দেখানো হচ্ছে কিনা তা খুঁজে দেখতে হবে।’’ তাঁর বিশেষ নির্দেশিকা ‘বহুতলে বেশি করে নজর রাখুন।’
তিনি বলেছেন ,‘‘শোনা যাচ্ছে বহু নাম বাদ পড়েছে। যত নাম বাদ পড়েছে, তা আবার খুঁটিয়ে চেক করুন। স্ক্রুটিনি করুন। কেন নাম বাদ পড়েছে। প্রত্যেকটি পার্ট ধরে ধরে চেক করুন।’’ বৈঠকে ভবানীপুর বিধানসভার বিএলএ’দের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুনানি পর্বে এলাকার মানুষের পাশে থাকতে হবে। সবরকমভাবে সাহায্য করতে হবে। বাড়ি বাড়ি যেতে বলা হয়েছে৷
Abir Ghosal
