অনুষ্ঠানের সূচনার আগে মমতা বলেন, ‘‘আমরা সব ধর্ম নিয়ে বেঁচে থাকি৷ আপনারা পুরীতে জগন্নাথ দর্শন করে থাকেন, আগামী বছর আপনারা দীঘাতে রথ যাত্রা দেখতে পাবেন। পুজোর পর উদ্বোধন। মন্দির না উদ্বোধন করে রথ কীভাবে করা যাবে? আগামী বছরের জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের দিনটা অত্যন্ত শুভ আপনাদের সকলকে শুভনন্দন জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক তিনি জগৎপিতা স্বস্তি দিক শক্তি দিক ভক্তি দিন৷ জয় জগন্নাথ৷ সবাই সুস্থ থাকুন শুভ রথযাত্রা৷’’
advertisement
উদ্বোধনের পর রথযাত্রা কোন পথে যাচ্ছে ইসকন রথ? কলকাতার কোন কোন রাস্তায় অপেক্ষা করলে আপনি জগন্নাথ দেব থেকে শুরু করে বলরাম ও সুভদ্রা দর্শন করতে পারবেন? ইস্কন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রথযাত্রার পথটি এরকম:
অ্যালবার্ট রোড থেকে রথচলা শুরু করে…
হাঙ্গারফোর্ড স্ট্রিট -> এ.জে.সি বোস রোড -> শরৎ বোস রোড -> হাজরা রোড -> এস.পি. মুখার্জি রোড -> আশুতোষ মুখার্জি রোড -> চৌরঙ্গী রোড -> এক্সাইড ক্রসিং -> জে.এল. নেহেরু রোড -> আউটট্রাম রোড -> সোজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।
উল্টো রথযাত্রা সোমবার, ১৫ জুলাই পার্ক স্ট্রিট মেট্রোর কাছে আউটট্রাম রোড থেকে দুপুর ১২ টায় শুরু হবে।