TRENDING:

Mamata Banerjee: প্রতিটি জেলার জন্য দরাজহস্ত, নবান্ন থেকে বিরাট ঘোষণা মমতার! কী হবে জেলায়?

Last Updated:

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''জনগণের যেটা প্রয়োজন, সেটা আমরা সাধ্যমতো চেষ্টা করি। আগামী বৃহস্পতিবার ধনধান্যে স্টেডিয়াম উদ্বোধন হচ্ছে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যজুড়ে এবার চালু হল নিখরচায় হাইটেক অ্যাম্বুল্যান্স পরিষেবা। অর্থাৎ এ বার অ্যাম্বুল্যান্সে মিলবে মিনি হাসপাতালের পরিষেবা। এরকমই প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স সোমবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে এই ধরনের অ্যাম্বুল্যান্স রাজ্যজুড়ে ৩০টি চালু করা হল। এদিন নবান্নের ওই অনুষ্ঠান থেকে মমতা বলেন, ''জেলায় জেলায় আরও ১৭৩টি কমিউনিটি সেন্টার করে দিচ্ছি। স্বাস্থ্য ক্ষেত্রে গণপ্লাবন হয়েছে। যারা স্বাস্থ্যসাথীতে ছিলেন না, তাদেরও স্বাস্থ্যসাথীতে আনা হচ্ছে।''
মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা
advertisement

মমতার সংযোজন, ''জনগণের যেটা প্রয়োজন, সেটা আমরা সাধ্যমতো চেষ্টা করি। আগামী বৃহস্পতিবার ধনধান্যে স্টেডিয়াম উদ্বোধন হচ্ছে। আমি সবাইকে আসার জন্য বলব। বাংলা আরও একটা ইনডোর স্টেডিয়াম পাব। শনিবার শুভ নববর্ষ। আমি সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানাই।''

আরও পড়ুন: ৭৫-২৫ হিসেবেই সমস্ত টাকা তোলা, ইডি-কে 'সব' জানিয়ে দিলেন অয়ন শীল! তদন্তে বিরাট মোড়

advertisement

এখানেই শেষ নয়, উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, এর আগে ৬২৫টিরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে সাংসদদের টাকা থেকে। একটি হাসপাতালের আইসিইউতে যা যা সুবিধা থাকে, এই অ্যাম্বুলেন্সগুলিতেই থাকবে সেই সব পরিষেবা। মোট ৩০টি অ্যাম্বুলেন্সের পিছনে খরচ হয়েছে ১০ কোটি টাকা।’

আরও পড়ুন: রেকর্ড তাপপ্রবাহ, গরমে এবার অসুস্থ না হয়ে পড়তে হয়! পূর্বাভাসে প্রবল আতঙ্ক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য ১ কোটি টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ৮৫টি কমিউনিটি সেন্টার চালু করা হচ্ছে বলেও জানান তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান আরও বলেন, ''অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন না। কারণ, যিনি স্বাস্থ্যসাথী পেতেন, তিনিই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। কিন্তু আমরা নিয়ম পাল্টে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারে এবার তাঁদের পরিবারের সদস্যরাও সুবিধা পাবেন।''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: প্রতিটি জেলার জন্য দরাজহস্ত, নবান্ন থেকে বিরাট ঘোষণা মমতার! কী হবে জেলায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল