Summer: রেকর্ড তাপপ্রবাহের ইঙ্গিত, গরমে এবার অসুস্থ না হয়ে পড়তে হয়! পূর্বাভাসে প্রবল আতঙ্ক

Last Updated:

Summer: চৈত্র মাসে রেকর্ড তাপপ্রবাহ জেলা জুড়ে! চলতি সপ্তাহে আর‌ও বাড়বে গরম! বলছে হাওয়া অফিস।

+
গরমে

গরমে পুড়ছে মালদহ!

মালদহ: চৈত্র মাসেই রেকর্ড গরম। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করার সম্ভবনা রয়েছে। বৈশাখ মাস না পড়তেই চাঁদি ফাটা গরমে দুর্বিষহ অবস্থা হয়ে উঠেছে মালদহবাসীর। কিছুদিন ধরেই মালদহে তাপমাত্রা উঠানামা করছে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিন আরো তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। প্রতিদিন তীব্র দাবদহ শুরু হচ্ছে সকাল থেকেই। দুপুর গড়াতেই রাস্তাঘাট পুরোই শুনশান হয়ে পড়ছে।
তীব্র দাবদহে বাজার , হাটও একপ্রকার শূন্য হয়ে পড়েছে। প্রবল গরমের জেরে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের । অনেকেই বলছেন, বৈশাখ মাস তো এখনো শুরুই হলো না । এই ধরনের গরম মূলত মালদহে মে, জুন মাসের দিকে দেখা যায়। কিন্তু এখন এপ্রিল মাস কেবল শুরু হয়েছে। তাতেই তাপমাত্রার পারদ ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে। এখনই যদি এই অবস্থা হয় , তাহলে মে এবং জুন মাস পরেই রয়েছে। তখন কী দুর্বিষহ অবস্থা হতে পারে , তা নিয়েও ভেবে কুলকিনারা করতে পারছেন না সাধারণ মানুষ।
advertisement
advertisement
এদিকে ফুটপাতে চলাচলকারী একাংশ মানুষের বক্তব্য, যেভাবে গরম পড়তে শুরু করেছে তাতে বেলা গড়াতেই রাস্তাঘাটে চলাচল করা যাবে না। এক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রাস্তার মোড়ে যদি একটু শেড তৈরি করে দেওয়া যায়, তাতে হয়তো কিছুটা বিশ্রামের জন্য আরাম মিলতে পারে । এছাড়াও পুরসভা থেকেও রাস্তার বিভিন্ন মোড়ে পানীয় জল পরিষেবা দেওয়ার ও আবেদন জানিয়েছে সাধারণ মানুষ।ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, যেভাবে গরমের দাপট শুরু হয়েছে, তাতে সকাল সকাল বেচাকেনা করেই দোকান বন্ধ করে দিতে হচ্ছে।
advertisement
দুপুর বারোটা বাজতেই রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ছে। এরকম গরম এখন থেকে যে মালদহে পড়তে শুরু করবে তা ভাবাই যায় না। যদিও আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই দাবদাহ আগামী এক সপ্তাহ ধরে চলার আশঙ্কা রয়েছে। সোমবার সর্বচ্ছ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে। শনিবার মালদহের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে আবহাওয়ার পরিবর্তন হলে কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
advertisement
------হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Summer: রেকর্ড তাপপ্রবাহের ইঙ্গিত, গরমে এবার অসুস্থ না হয়ে পড়তে হয়! পূর্বাভাসে প্রবল আতঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement