এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার নাম বদনাম করা হচ্ছিল। এটা বাংলাতে হয়নি বিহারে হয়েছে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। তাঁরা যদি এই ঘটনা ঘটিয়ে থাকে, কিন্তু তার জন্য গোটা বিহারকে তো অপমান করা যায় না। আমি মনে করি তাঁদেরও পাওয়ার অধিকার আছে। আজ বিজেপি নেই বলে তারা পাবে না কেন? আর বন্দে ভারত একটা পুরনো ট্রেনকে রং করে দিয়েছে। শুধু ইঞ্জিনটা ছাড়া।
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, "অনেক পুরনো ট্রেন এখান থেকে তুলে নেওয়া হয়েছে। আমার সময়ে আমি বছরে ১০০ টা করে নতুন ট্রেন দিতাম। আর এই ১১ বছর একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি। এই একটা ছাড়া। বাংলার নাম বদনাম করা আপনাদের কাজ। বাংলাকে বদনাম করার যে চেষ্টা হয়েছিল, তা আমি নিন্দা করছি।"
তিনি আরও বলেন, "১০০ দিনের কাজ কবে থেকে বন্ধ আছে? অথচ আমরা ২৫০০ হাজার কোটি টাকা খরচ শ্রমিক দিবস তৈরি করেছি।"
আরও পড়ুন, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর মেরেছিল কারা? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ! তুমুল চাঞ্চল্য
আরও পড়ুন, সহযাত্রী বৃদ্ধার গায়ে প্রস্রাব! এয়ার ইন্ডিয়ার যাত্রীর বিরুদ্ধে FIR দায়ের পুলিশের
প্রসঙ্গত, বন্দে ভারতে পাথর ছোড়াকে ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্কও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে এনআইএ তদন্তের দাবি করেছিলেন। বন্দে ভারতে পাথর ছোড়ার পরে রেলের তরফে নিরাপত্তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।