TRENDING:

Mamata Banerjee: 'আমার পরিবারের পেছনে লেগে আছে'! অভিষেককে CBI তলবের পরেই এ কী ইঙ্গিত মমতার

Last Updated:

Mamata Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব প্রসঙ্গে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব প্রসঙ্গে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর অভিযোগ, বিজেপি নেতারা আমার দল, আমার পরিবারের পেছনে লেগে আছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, “আমি নবজোয়ার দেখে নেব। আমি জেলায় যাব। আমি ওর মিটিং করব।”
অভিষেককে CBI তলবের পরেই এ কী ইঙ্গিত মমতার
অভিষেককে CBI তলবের পরেই এ কী ইঙ্গিত মমতার
advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এত মার খেয়েও আমি এখনও যা করতে পারি, বিজেপির ট্রাবল ইঞ্জিন তা করতে পারে না। বিজেপি নেতারা আমার দল, আমার পরিবারের পেছনে লেগে আছে। তোমার যা খুশি ইচ্ছা করছো তুমি কর। দিল্লি থেকে বিজেপিকে যতক্ষণ না সরাতে পারছি ততদিন আমাদের লড়াই থামবে না। বামেদের অত্যাচার জঙ্গলমহলের মানুষ দেখেছে। আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। আপনারা ভাল আছেন, তাই ওরা বহুমুখী চরিত্র। অভিষেকের সঙ্গে আজ আমার তিন বার কথা হয়েছে আমি ওকে বললাম সময় নিয়ে নে। বাঁকুড়া,পুরুলিয়া করে চলে আসবি। একটা ছেলে ২৫ দিন ধরে বাইরে। ঠিক করে খাওয়া, ঘুম হয়নি।”

advertisement

মুখ্যমন্ত্রী বলেন, “সরাসরি মুখ্যমন্ত্রী চালু করছি। সকাল ১০টা থেকে সন্ধ্যা ছ’টা অবধি আমাকে জানাবেন আপনারা। নবজোয়ার যাত্রায় মানুষ আমাদের সাড়া দিচ্ছে। বিজেপির গদ্দার নেতাগুলো কানে কানে ফিসফিস করল, কি করে অভিষেকের প্রোগ্রাম, নবজোয়ার প্রোগ্রাম আটকানো যায় তাই চেষ্টা করছে।”

আরও পড়ুন,  মাধ্যমিকে প্রথম কাটোয়ার ছাত্রী দেবদত্তা মাজি, প্রাপ্ত নম্বর ৬৯৭

advertisement

আরও পড়ুন, একবার পাশ দিয়ে গেলেই কিন্তু…! বিরল এই সাপের দেখা মেলে খুব সামান্য

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনি আরও বলেন, “কর্ণাটকে শুধু ব্যর্থতা নয়, দেখবেন বাকি সব জায়গায় হারবে। উত্তরপ্রদেশ ও গুজরাত নিয়ে থাকবে। অভিষেক বন্দোপাধ্যায়কে আটকে দিয়ে যদি কেউ ভাবে নবজোয়ার আটকে দেবে সে ভুল করছে। আমি নবজোয়ার দেখে নেব। আমি জেলায় যাব। ওর মিটিং আমি করব।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আমার পরিবারের পেছনে লেগে আছে'! অভিষেককে CBI তলবের পরেই এ কী ইঙ্গিত মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল