মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এত মার খেয়েও আমি এখনও যা করতে পারি, বিজেপির ট্রাবল ইঞ্জিন তা করতে পারে না। বিজেপি নেতারা আমার দল, আমার পরিবারের পেছনে লেগে আছে। তোমার যা খুশি ইচ্ছা করছো তুমি কর। দিল্লি থেকে বিজেপিকে যতক্ষণ না সরাতে পারছি ততদিন আমাদের লড়াই থামবে না। বামেদের অত্যাচার জঙ্গলমহলের মানুষ দেখেছে। আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। আপনারা ভাল আছেন, তাই ওরা বহুমুখী চরিত্র। অভিষেকের সঙ্গে আজ আমার তিন বার কথা হয়েছে আমি ওকে বললাম সময় নিয়ে নে। বাঁকুড়া,পুরুলিয়া করে চলে আসবি। একটা ছেলে ২৫ দিন ধরে বাইরে। ঠিক করে খাওয়া, ঘুম হয়নি।”
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, “সরাসরি মুখ্যমন্ত্রী চালু করছি। সকাল ১০টা থেকে সন্ধ্যা ছ’টা অবধি আমাকে জানাবেন আপনারা। নবজোয়ার যাত্রায় মানুষ আমাদের সাড়া দিচ্ছে। বিজেপির গদ্দার নেতাগুলো কানে কানে ফিসফিস করল, কি করে অভিষেকের প্রোগ্রাম, নবজোয়ার প্রোগ্রাম আটকানো যায় তাই চেষ্টা করছে।”
আরও পড়ুন, মাধ্যমিকে প্রথম কাটোয়ার ছাত্রী দেবদত্তা মাজি, প্রাপ্ত নম্বর ৬৯৭
আরও পড়ুন, একবার পাশ দিয়ে গেলেই কিন্তু…! বিরল এই সাপের দেখা মেলে খুব সামান্য
তিনি আরও বলেন, “কর্ণাটকে শুধু ব্যর্থতা নয়, দেখবেন বাকি সব জায়গায় হারবে। উত্তরপ্রদেশ ও গুজরাত নিয়ে থাকবে। অভিষেক বন্দোপাধ্যায়কে আটকে দিয়ে যদি কেউ ভাবে নবজোয়ার আটকে দেবে সে ভুল করছে। আমি নবজোয়ার দেখে নেব। আমি জেলায় যাব। ওর মিটিং আমি করব।”