Rainbow Snake: একবার পাশ দিয়ে গেলেই কিন্তু...! বিরল এই সাপের দেখা মেলে খুব সামান্য

Last Updated:
Rainbow Snake: কিং কোবরার মতো অনেক সাপই এতটাই বিপজ্জনক যে মানুষকে কামড়ালে আধঘণ্টার মধ্যেই মৃত্যু হতে পারে
1/8
সাপ দেখে ভয় পান না, এমন মানুষ খুব কম রয়েছেন। কিন্তু সব সাপ যে বিষধর এমনটাও নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
সাপ দেখে ভয় পান না, এমন মানুষ খুব কম রয়েছেন। কিন্তু সব সাপ যে বিষধর এমনটাও নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
2/8
কিং কোবরার মতো অনেক সাপই এতটাই বিপজ্জনক যে, মানুষকে কামড়ালে আধঘণ্টার মধ্যেই মৃত্যু হতে পারে। তবে কিছু সাপ শুধুমাত্র চেহারায় বিপজ্জনক দেখায়, কিন্তু সেগুলি বিষাক্ত নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
কিং কোবরার মতো অনেক সাপই এতটাই বিপজ্জনক যে, মানুষকে কামড়ালে আধঘণ্টার মধ্যেই মৃত্যু হতে পারে। তবে কিছু সাপ শুধুমাত্র চেহারায় বিপজ্জনক দেখায়, কিন্তু সেগুলি বিষাক্ত নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/8
তেমনই একটি সাপ হল রেইনবো স্নেক।  এটি বিশ্বাস করা হয়, দেখতে খুব রঙিন এবং এর রং রামধনুর মতো। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
তেমনই একটি সাপ হল রেইনবো স্নেক। এটি বিশ্বাস করা হয়, দেখতে খুব রঙিন এবং এর রং রামধনুর মতো। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
এর শরীর চকচকে কালো এবং সাপের পাশে ৩টি পাতলা লাল রেখা দেখা যায়। শরীরের নীচের অংশ হলুদ বা গোলাপী বর্ণের হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
এর শরীর চকচকে কালো এবং সাপের পাশে ৩টি পাতলা লাল রেখা দেখা যায়। শরীরের নীচের অংশ হলুদ বা গোলাপী বর্ণের হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
সাপের মাথার নিচের অংশ হলুদ দেখায়।  এই সাপ আমেরিকায় দেখা যায়। মেরিল্যান্ড থেকে ফ্লোরিডা পর্যন্ত রেইনবো সাপ দেখা যায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
সাপের মাথার নিচের অংশ হলুদ দেখায়। এই সাপ আমেরিকায় দেখা যায়। মেরিল্যান্ড থেকে ফ্লোরিডা পর্যন্ত রেইনবো সাপ দেখা যায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
এই সাপগুলি দেখতে বিষাক্ত মনে হতে পারে, কিন্তু মানুষের জন্য বিষাক্ত নয়। এই সাপগুলি নদী এবং হ্রদের কাছাকাছি দেখতে পাওয়া যায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
এই সাপগুলি দেখতে বিষাক্ত মনে হতে পারে, কিন্তু মানুষের জন্য বিষাক্ত নয়। এই সাপগুলি নদী এবং হ্রদের কাছাকাছি দেখতে পাওয়া যায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
মাঝে মাঝে জলাভূমিতেও এদের দেখা যায়। ফ্লোরিডা মিউজিয়ামের ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এই সাপগুলো আক্রমণ তেমন করে না। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
মাঝে মাঝে জলাভূমিতেও এদের দেখা যায়। ফ্লোরিডা মিউজিয়ামের ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এই সাপগুলো আক্রমণ তেমন করে না। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
আকারে এই সাপ ২৭ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ফ্লোরিডায় স্ত্রী রেইনবো সাপ ১০-৫২টি ডিম পাড়ে।(প্রতীকী ছবি)
আকারে এই সাপ ২৭ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ফ্লোরিডায় স্ত্রী রেইনবো সাপ ১০-৫২টি ডিম পাড়ে।(প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement