TRENDING:

Mamata Banerjee: বিরোধী জোটের সম্ভাবনায় শেষ পেরেক পুঁতে দিল সাগরদিঘির ফল? মমতার মন্তব্যে জোর জল্পনা

Last Updated:

সাগরদিঘিতে হারের জন্য বাম, কংগ্রেস এবং বিজেপি-র অনৈতিক জোটকে দায়ী করেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একটি মাত্র উপনির্বাচন৷ আর সেই নির্বাচনের ফলাফলই কি ২০২৪-এর বিরোধী জোটের ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল?
বিরোঝী জোটের সম্ভাবনায় ইতি টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
বিরোঝী জোটের সম্ভাবনায় ইতি টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
advertisement

সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের পর পরই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তাতে অন্তত সেই সম্ভাবনাই জোরাল হয়েছে৷ সাগরদিঘির ফল ঘোষণার পর পরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সেই ইঙ্গিতই দিয়েছেন৷ স্পষ্ট বলে দিয়েছেন, তৃণমূল একাই একশো৷ কংগ্রেস, সিপিএমের হাত তৃণমূল আর ধরবে না৷

আরও পড়ুন: হারলেন দুই রাজ্য সভাপতি, নির্বাচনে বিজেপির মুখরক্ষা করলেন নাগাল্যান্ডের তেমজেম

advertisement

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রটি ২০১১ সাল থেকে তৃণমূলের দখলে ছিল৷ ২০২১ সালেও এই কেন্দ্রে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিল শাসক দল৷ অথচ সেই কেন্দ্রেই অপ্রত্যাশিত হারের মুখ দেখতে হল ঘাসফুল শিবিরকে৷

এতেই প্রবল ক্ষুব্ধ হন তৃণমূলনেত্রী৷ সাগরদিঘিতে হারের জন্য বাম, কংগ্রেস এবং বিজেপি-র অনৈতিক জোটকে দায়ী করেন তিনি৷ ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা কাউকে দোষ দিচ্ছি না৷ কিন্তু ওখানে অনৈতিক জোট হয়েছে৷ আমরা এর নিন্দা করছি৷ বিজেপি-র ফল দেখলেই বুঝতে পারবেন যে ওদের ভোট কংগ্রেসে গিয়েছে।'

advertisement

এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২৪ সালে বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়৷ জবাবে রাখঢাক না করেই তৃণমূলনেত্রী জানিয়ে দেন, আমরা মানুষের সঙ্গে জোট করব৷ যারা বিজেপি-র সাহায্য নেয়, সেই সিপিএম, কংগ্রেসের হাত আণরা ধরব না৷ আমরা একাই একশো৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনেও আমরা এই তিন শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলাম৷'

২০১৯-এর লোকসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি-র উত্থানের জন্য বামেদের প্রতিরোধ গড়ে তোলার ডাক শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়৷ বামেদের শক্তিক্ষয় নিয়ে বিধানসভাতেও হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে৷ ২০২১-এর নির্বাচনেও বিজেপি-র শক্তিবৃদ্ধির জন্য বামের ভোট রামে যাওয়ার তত্ত্ব তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী৷ রাম-বাম সমঝোতার অভিযোগেও সরব হয়েছিলেন তিনি৷

advertisement

আরও পড়ুন: সাগরদিঘিতে বড় হার, তার পরেও অধীরকে 'ধন্যবাদ' জানালেন মমতা!

অন্যদিকে জাতীয় স্তরে বিরোধী জোট নিয়ে আলোচনা চললেও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের ক্রমাগত অধঃপতন সেই জোটের পথে মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে৷ কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটে আপত্তি রয়েছে তৃণমূলের৷ আবার তৃণমূল যেভাবে গোয়া, ত্রিপুরা, মেঘালয় সহ একাধিক রাজ্যে কংগ্রেসে ফাটল ধরিয়েছে, তাতে ক্ষুব্ধ রাহুল গান্ধিরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মেঘালয়ের ভোট প্রচারে গিয়েও রাহুল গান্ধি অভিযোগ করেছেন, গোয়া, মেঘালয়ের মতো রাজ্যে বিজেপি-কে সাহায্য করতেই ভোটে লড়ছে তৃণমূল৷ এই আবহেই সাগরদিঘিতে কংগ্রেসের জয় দুই দলের সম্পর্ককে যে আরও তলানিতে নিয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না৷ ফলে সাগরদিঘির উপনির্বাচনের পর বিরোধী জোটের পরিকল্পনায় ইতি পড়ল কি না, তা হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই আরও স্পষ্ট হয়ে যাবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বিরোধী জোটের সম্ভাবনায় শেষ পেরেক পুঁতে দিল সাগরদিঘির ফল? মমতার মন্তব্যে জোর জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল