এর আগে মিশনারিস অফ চ্যারিটি-র আমন্ত্রণে রোমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গাপুর এবং লন্ডনেও এই ধরনের সফর সেরেছেন তিনি। কিন্তু মাঝে তাঁর শিকাগো ও চিন সফরের বিষয়ে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। তখন তা নিয়ে ‘রাজনীতির’ অভিযোগ তুলেছিল তৃণমূল৷ এবারেও ‘ছাড়পত্র’ নিয়ে টানাপড়েনের ‘আশঙ্কা’ করেছিল তারা৷ তবে, শেষমেশ মিলল কাঙ্ক্ষিত অনুমতি৷
advertisement
বর্তমানে ইন্ডিয়া জোটের বৈঠকে মুম্বইয়ে রয়েছেন তৃণমূলনেত্রী৷ ১২ সেপ্টেম্বর রওনা দেবেন স্পেনের উদ্দেশে। সেখানে রাজধানী শহর মাদ্রিদ ও বার্সেলোনায় কয়েকদিন থাকার কথা তাঁর৷ জানা গিয়েছে, সেখানে তিনি বৈঠক করবেন সেখানকার প্রবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে৷ সূত্রের খবর, বঙ্গে কী ধরনের শিল্পের পরিবেশ রয়েছে, সেটাই শিল্পপতিদের সামনে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী৷
স্পেনের সফর সেরে দুবাইতে আসবেন মমতা৷ সেখানেও প্রবাসী ভারতীয় শিল্পপতি ও স্থানীয় বণিক মহলের সঙ্গে আলোচনা করার কথা তাঁর। সেই সূত্রে দুবাইতে দু-তিন দিন থাকতে পারেন তিনি। তারপরে মুখ্যমন্ত্রী দুবাই থেকে সোজা ফিরবেন কলকাতায়৷ ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরার কথা তাঁর৷
আরও পড়ুন: রাহুল গান্ধির জায়গা নিল কেজরিওয়ালের মুখ! INDIA-র বৈঠকের আগে জোড়াল পোস্টার বিতর্ক
সামনেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন৷ তার আগে রাজ্যে বিদেশি লগ্নি আনার লক্ষ্যেই এই বিদেশ সফর বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর আগে রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদলও সংশ্লিষ্ট দেশে পৌঁছবেন বলে জানা গিয়েছে।