TRENDING:

Mamata Banerjee: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যদিও বৈঠকের দিনক্ষণ এখনও স্থির হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে  যোগ দিতে আজ পাঁচ দিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই সফরে নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যদিও বৈঠকের দিনক্ষণ এখনও স্থির হয়নি।
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠক রয়েছে। কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপড়েন, জিএসটি নিয়ে বিবাদের মধ্যেই প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ওই বৈঠক করবেন। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরই ওই বৈঠকে যোগ দেওয়ার কথা। সে কারণেই আজ দুপুরের বিমানে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ না মেটানোর অভিযোগ বহু দিন ধরেই তুলছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

advertisement

আরও পড়ুন- সিএনজির অভাব, কমছে পরিবেশবান্ধব বাসের যাত্রা 

নবান্ন সূত্রে খবর, নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে সেই বিষয়গুলিই তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে ১০০ দিনের কাজে টাকা না দেওয়ার অভিযোগ। এ ছাড়া কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়ে বারবার শাসক-বিরোধী রাজনৈতিক সংঘাত বজায় থেকেছে। সূত্রের খবর, এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাক্ষাতের জন্য চাওয়া হবে সময়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময়েই উপরাষ্ট্রপতি নির্বাচন।

advertisement

বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থনের বিষয়ে তৃণমূলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সেই জায়গায় দাঁড়িয়ে মমতার দিল্লি সফর ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, নীতি আয়োগের বৈঠকের আগের দিন অর্থাৎ ৬ তারিখ উপরাষ্ট্রপতি নির্বাচন। ওই দিনই ফলাফল প্রকাশ। মার্গারেট আলভা বারবার তৃণমূল কংগ্রেসকে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানিয়েছেন। রাজধানীতে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হবে। তবে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী একান্ত সাক্ষাৎকার হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

advertisement

আরও পড়ুন- রাশিফল ৪ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অন্যদিকে এই সফরে সংসদ ভবনেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এখন বর্ষাকালীন অধিবেশন চলছে। এর পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয় কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সফরে দিল্লি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল