- প্রতিটি বুথের মৃত, অনুপস্থিত ভোটারদের তালিকা কমিশনের ওয়েবসাইট, জেলা, সাব ডিভিশন, ব্লক এবং পুরসভায় প্রকাশিত হবে৷ সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে জানতে হবে তালিকাতে বাদ যাওয়া ভোটারদের মধ্যে কেউ বাস্তবে আছেন কি না৷ এরকম কোনও ভোটারকে খুঁজে পাওয়া গেলে ফর্ম ৬ এবং অ্যানেক্সচার ফোর ইআরও-র কাছে জমা দিতে হবে৷
- যে সমস্ত ভোটারদের বিএলও আনম্যাপড বলে চিহ্নিত করেছেন, তাঁদের সবাই শুনানির নোটিস পেয়েছেন কি না তা দেখতে হবে৷ এই সমস্ত ভোটারদের ২০০২-এর ভোটার তালিকার প্রতিলিপি, কমিশনের নির্ধারিত এগারোটি প্রমাণপত্রের যে কোনও একটি রাখতে বলতে হবে৷
- শুনানির সময় যাতে এই ভোটাররা অবশ্যই উপস্থিত থাকেন, তা নিশ্চিত করতে হবে৷ যে ভোটারদের এই এগারোটি প্রমাণপত্রের একটিও নেই তাঁদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নয়তো এসসি, ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে৷
- এই ধরনের সার্টিফিকেট পাওয়ার জন্য বাংলা সহায়তা কেন্দ্র এবং বিডিও অফিসে রাজ্য সরকারের পক্ষ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প করা হবে রাজ্য সরকারের সহযোগিতায়৷
- বিএলও অ্যাপে যে ভোটারদের লজিক্যাল ডিসক্রিপ্যান্সি বলে চিহ্নিত করা হয়েছে, সেই সমস্ত ভোটার শুনানিতে হাজির হয়ে ২০০২-এর ভোটার তালিকার প্রতিলিপি এবং অন্যান্য নথি জমা দিচ্ছেন কি না দেখতে হবে৷ ভোটারদের শুনানির সময় হয়রানি হচ্ছে কি না, নজর রাখতে হবে৷ যে ভোটাররা ফর্ম সিক্স, ফর্ম এইট জমা দিচ্ছেন তাঁদের সবার উপরে নজর রাখতে হবে৷ হাসিমুখে সাহায্য করতে হবে৷
- নতুন ভোটার হিসেবে যাঁরা নাম তুলছেন, তাঁদের উপরেও নজর রাখতে হবে৷ বাইরের অনেকের নাম তোলা হচ্ছে৷ একজন বাঙালির সঙ্গে দশজন গুজরাতি, হরিয়ানার বাসিন্দাদের নাম তুলে দেওয়া হচ্ছে৷ যাঁরা ফর্ম এইট জমা দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন, তাঁরা কোথা থেকে আসছেন সে সম্পর্কে নিশ্চিত হতে হবে৷
- ভোটের জন্য অন্য রাজ্য থেকে যাঁরা এসে নজর রাখছেন, তাঁদের উপর বাড়ি বাড়ি গিয়ে নজর রাখতে হবে৷ অবজেকশন দিতে হবে৷ বিজেপি অবজেকশন দিয়ে আমাদের অনেক ভোটারের নাম বাদ দিয়েছে৷ আমাদেরও অবজেকশন দিতে হবে৷ শুনানির সময় প্রত্যেক বিএলএ-কে নজর রাখতে হবে৷ বিএলএ ১-কে সাহায্য করবেন বিএলএ-২৷
- বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এই কাজ করার করতে হবে৷ যে এলাকায় কাউন্সিলররা এই কাজ মন দিয়ে কাজ করবেন না তাঁদের বদলে নতুন ব্লক প্রেসিডেন্ট নিয়োগ করে দায়িত্ব দেওয়া হবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 7:16 PM IST
