TRENDING:

Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার

Last Updated:

শুধু ভোটারদের বাদ যাওয়া নাম ফিরিয়ে আনাই নয়, নতুন যাঁরা নাম তুলতে চাইছেন, তাঁরা বহিরাগত কি না, সে বিষয়েও সতর্ক নজর রাখার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী৷

advertisement
মৃত ভোটারদের বাইরেও খসড়া ভোটার তালিকায় যে যে ভোটারদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম কীভাবে চূড়ান্ত তালিকায় ফিরিয়ে আনা যায়, তা নিশ্চিত করতে দলের বিএলএ থেকে শুরু করে বিধায়ক, কাউন্সিলর, ব্লক প্রেসিডেন্টদের একগুচ্ছ নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে এই নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী৷ শুধু ভোটারদের বাদ যাওয়া নাম ফিরিয়ে আনাই নয়, নতুন যাঁরা নাম তুলতে চাইছেন, তাঁরা বহিরাগত কি না, সে বিষয়েও সতর্ক নজর রাখার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী৷ একনজরে দেখে নেওয়া যাক, তৃণমূলের বিএলএ-দের কী নির্দেশ দিলেন মমতা-
এসআইআর-এর শুনানি শুরুর আগে বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷
এসআইআর-এর শুনানি শুরুর আগে বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷
advertisement

  • প্রতিটি বুথের মৃত, অনুপস্থিত ভোটারদের তালিকা কমিশনের ওয়েবসাইট, জেলা, সাব ডিভিশন, ব্লক এবং পুরসভায় প্রকাশিত হবে৷ সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে জানতে হবে তালিকাতে বাদ যাওয়া ভোটারদের মধ্যে কেউ বাস্তবে আছেন কি না৷ এরকম কোনও ভোটারকে খুঁজে পাওয়া গেলে ফর্ম ৬ এবং অ্যানেক্সচার ফোর ইআরও-র কাছে জমা দিতে হবে৷
  • advertisement

  • যে সমস্ত ভোটারদের বিএলও আনম্যাপড বলে চিহ্নিত করেছেন, তাঁদের সবাই শুনানির নোটিস পেয়েছেন কি না তা দেখতে হবে৷ এই সমস্ত ভোটারদের ২০০২-এর ভোটার তালিকার প্রতিলিপি, কমিশনের নির্ধারিত এগারোটি প্রমাণপত্রের যে কোনও একটি রাখতে বলতে হবে৷
  • শুনানির সময় যাতে এই ভোটাররা অবশ্যই উপস্থিত থাকেন, তা নিশ্চিত করতে হবে৷ যে ভোটারদের এই এগারোটি প্রমাণপত্রের একটিও নেই তাঁদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নয়তো এসসি, ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে৷
  • advertisement

  • এই ধরনের সার্টিফিকেট পাওয়ার জন্য বাংলা সহায়তা কেন্দ্র এবং বিডিও অফিসে রাজ্য সরকারের পক্ষ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প করা হবে রাজ্য সরকারের সহযোগিতায়৷
  • বিএলও অ্যাপে যে ভোটারদের লজিক্যাল ডিসক্রিপ্যান্সি বলে চিহ্নিত করা হয়েছে, সেই সমস্ত ভোটার শুনানিতে হাজির হয়ে ২০০২-এর ভোটার তালিকার প্রতিলিপি এবং অন্যান্য নথি জমা দিচ্ছেন কি না দেখতে হবে৷ ভোটারদের শুনানির সময় হয়রানি হচ্ছে কি না, নজর রাখতে হবে৷ যে ভোটাররা ফর্ম সিক্স, ফর্ম এইট জমা দিচ্ছেন তাঁদের সবার উপরে নজর রাখতে হবে৷ হাসিমুখে সাহায্য করতে হবে৷
  • advertisement

  • নতুন ভোটার হিসেবে যাঁরা নাম তুলছেন, তাঁদের উপরেও নজর রাখতে হবে৷ বাইরের অনেকের নাম তোলা হচ্ছে৷ একজন বাঙালির সঙ্গে দশজন গুজরাতি, হরিয়ানার বাসিন্দাদের নাম তুলে দেওয়া হচ্ছে৷ যাঁরা ফর্ম এইট জমা দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন, তাঁরা কোথা থেকে আসছেন সে সম্পর্কে নিশ্চিত হতে হবে৷
  • ভোটের জন্য অন্য রাজ্য থেকে যাঁরা এসে নজর রাখছেন, তাঁদের উপর বাড়ি বাড়ি গিয়ে নজর রাখতে হবে৷ অবজেকশন দিতে হবে৷ বিজেপি অবজেকশন দিয়ে আমাদের অনেক ভোটারের নাম বাদ দিয়েছে৷ আমাদেরও অবজেকশন দিতে হবে৷ শুনানির সময় প্রত্যেক বিএলএ-কে নজর রাখতে হবে৷ বিএলএ ১-কে সাহায্য করবেন বিএলএ-২৷
  • advertisement

  • বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এই কাজ করার করতে হবে৷ যে এলাকায় কাউন্সিলররা এই কাজ মন দিয়ে কাজ করবেন না তাঁদের বদলে নতুন ব্লক প্রেসিডেন্ট নিয়োগ করে দায়িত্ব দেওয়া হবে৷
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    তারকা দেবকে সামনে পেয়ে আবেগে ভাসল আউশগ্রাম, শেষ দিনে জমজমাট দাতা লালন মিলন মেলা
    আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল