বাগুইআটির জোড়া খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে৷ সাসপেন্ড করা হয়েছে বাগুইআটি থানার আইসি-কে৷ একই সঙ্গে ঘটনার তদন্তের দায়িত্বে থাকা বাগুইআটি থানার এক এএসআই পদমর্যাদার অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে৷ তবে শুধু বাগুইআটি থানার আইসি নন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের অনেকেও যে নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না, তা বুঝিয়ে দিয়েছেন মমতা৷
advertisement
আরও পড়ুন: টানা সাড়ে ৮ ঘণ্টা সিবিআই-এর মুখোমুখি, বেরিয়ে এসেই চমকে দিলেন মলয় ঘটক!
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ কেউ বাড়িতে বসে থাকছে। ভাবছে সেখান থেকেই অফিস চলবে। কোনও কোনও পুলিশ কিছু কাজ করছে আর তার জন্য পার্টির বদনাম হচ্ছে। মধ্যরাতে বিভিন্ন এজেন্সি অনেকের বাড়িতে চলে যাচ্ছে। পুলিশের কাছে কোনও খবর থাকছে না।" প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সামনেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷
এর পাশাপাশি এই বৈঠক থেকেই উত্তর ২৪ পরগণার জেলাশাসককে সব পুলিশ জেলার এসপি, কমিশনারদের নিয়ে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্রুত বৈঠকে বসে কোন কমিশনাকেট, পুলিশ জেলা কেমন কাজ করছে, কোথায় কী সমস্যা রয়েছে তা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷