সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিষয়টি এখানে পরিষ্কার করা দরকার৷ আমি তাঁদের (জুনিয়র ডাক্তার) আন্দোলনকে সমর্থন করি, প্রকৃত উদ্দেশ্য নিয়েই আন্দোলন করছেন তাঁরা৷ জুনিয়র ডাক্তারদের কোনও হুমকি/ভয় দেখানো হয়নি। হুমকি/ভয় দেখানোর যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা৷’।
আরও পড়ুন: আরজি কর কাণ্ড নিয়ে ঝাঁঝ বাড়াতে মরিয়া বিজেপি! আজ থেকে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে ধরনা
advertisement
এরপরেই বিজেপি-কে আক্রমণ প্রসঙ্গ উল্লেখ করেন তৃণমূলনেত্রী৷ মমতা লেখেন, ‘আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি৷ বলেছি, কারণ ওরা পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে নষ্ট করে এরাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়৷ কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পশ্চিমবঙ্গে অরাজকতা তৈরি করতে চায়, তার বিরুদ্ধে কথা বলেছি আমি’৷
বুধবারের মঞ্চে করা তাঁর ‘ফোঁস’ মন্তব্যেরও ব্যাখ্যা দেন তিনি৷ মমতা লেখেন, ‘আমি আরও একটা বিষয় ব্যাখ্যা করতে চাই৷ গতকাল ‘ফোঁস করা’ প্রসঙ্গে যা বলেছি, সেটা রামকৃষ্ণ পরমহংস দেবকে উদ্ধৃত করে বলা। তিনি বলেছেন, কখনও কখনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার’৷