যদিও ২০২১ সালে দুই জেলাতেই ভাল ফল করে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার ফল তৃণমূলের পক্ষেই যায়। বিজেপিতে যাওয়া সাংসদ ফেরেন তৃণমূলে। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় দল ছাড়েন। পদত্যাগ করেন সাংসদ পদ থেকে। উপনির্বাচনে বিপুল ভোটে জেতে তৃণমূল কংগ্রেস। লোকসভায় এবারও নজর এই তিন আসনে।
advertisement
আরও পড়ুন: বিশ্বের কোন দেশটি পৃথিবীর ঠিক কেন্দ্রে অবস্থিত বলুন তো? নামটা শুনলেই চমকে যাবেন নিশ্চিত!
দুই বর্ধমান মিলে মোট বিধানসভা আসন ২৫। ২০২১ সালের বিধানসভা ভোটের ফলের নিরিখে তৃণমূল কংগ্রেস ২২ আসন পায়, বিজেপি পায় ৩ আসন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আজ থেকে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা ৪৮ ঘণ্টা এই ধর্না কর্মসূচি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, টানা ৪৮ ঘণ্টা তিনি রেড রোডের আম্বেদকরের মূর্তির ধর্নার কর্মসূচিতেই থাকবেন। এমনটাই প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনকি রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: আজ ‘বড়’ কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়! ভোটের আগে নতুন প্ল্যান মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর শুক্রবার অর্থাৎ আজ দুপুরের মধ্যে আম্বেদকার মূর্তির ধর্না কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর রবিবার দুপুর পর্যন্ত এই ধর্না কর্মসূচিতেই থাকবেন তিনি। যদিও তারপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই ধর্না কর্মসূচি চালিয়ে যাবেন। মূলত আজ ১০০ দিনের কাজে যারা বঞ্চিত তাঁরা আসবেন রেড রোডে। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের প্রস্তুতিও সেরে রাখছেন তৃণমূল নেত্রী।