TRENDING:

Mamata Banerjee: ‘প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হলে..ছেড়ে কথা বলব না!’, নেতাজি ইন্ডোরে ১৬ নভেম্বর বড় ঘোষণা মমতার

Last Updated:

এদিন গ্রামীণ আবাস যোজনার টাকা না দেওয়া নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ লক্ষ বাড়ির জন্য টাকা দেওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করে কেন্দ্র৷ এদিন সেই কথাও তুলে ধরেন তিনি৷ মমতার কথায় উঠে আসে এলপিজি গ্যাসের দাম বাড়ানোর কথাও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে আন্দোলনে নামতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের সাংবাদিক বৈঠকে মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি জমায়েত করতে চলেছে তৃণমূল৷ সেখানকার আলোচনা থেকেই আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে বলে জানালেন তৃণমূলনেত্রী৷
advertisement

বুধবারের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘১০০ দিনের কাজ নিয়ে আন্দোলন হয়েছে। ৭ হাজার কোটি টাকা পাওনা আছে। ছোট মিনিস্টার টাইম দিয়েও, সাতজন ভিকটিম গেছিল তাঁদের সঙ্গে দেখা করেনি। বিজেপি-র কেউ গেলে তাঁদের আলোবাতাস দিয়ে হাওয়া করা হয়।’’

আরও পড়ুন: সিঙ্গুর কাণ্ডে টাটা-কে ৭৬৬ কোটি ক্ষতিপূরণ কেন? রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাচ্ছে মমতার সরকার

advertisement

এর পরেই মমতার ঘোষণা, ‘‘১৬ নভেম্বর আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং ডেকেছি। ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে ডাকা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হবে আন্দোলনের রূপরেখা কী হবে। টাকা না দিলে আন্দোলন চরম রূপ নেবে। প্রোগ্রামের রূপরেখা ১৬ তারিখ ঘোষণা করব।’’ তৃণমূলনেত্রী জানান, তাঁর বাড়িতে কালীপুজো রয়েছে৷ এছাড়া, ভাইফোঁটাও রয়েছে৷ সেই সব ভেবেই একটু পরের দিকে এই দিন স্থির করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন: সিঙ্গুর মামলায় টাটাকে দিতে হবে ৭৬৫ কোটি, রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাইবুনালের

এদিন গ্রামীণ আবাস যোজনার টাকা না দেওয়া নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ লক্ষ বাড়ির জন্য টাকা দেওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করে কেন্দ্র৷ এদিন সেই কথাও তুলে ধরেন তিনি৷ মমতার কথায় উঠে আসে এলপিজি গ্যাসের দাম বাড়ানোর কথাও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কোনও কিছুর প্রসঙ্গ না তুলেই তৃণমূলনেত্রীকে বলতে শোনা যায়, ‘‘বাড়িতে বাড়িতে রেড হচ্ছে সেই গুলোর তো সিজার লিস্ট দিচ্ছে না।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হলে..ছেড়ে কথা বলব না!’, নেতাজি ইন্ডোরে ১৬ নভেম্বর বড় ঘোষণা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল