TRENDING:

Mamata Banerjee: রাজ্যপালের পদ সাংবিধানিক, ভোটের প্রচার করতে পারেন না: মমতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যপালের পদ সাংবিধানিক৷ তিনি ভোটের প্রচার করতে পারেন না৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ ভাবেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রাজ্যপালের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী৷
রাজ্যপালের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী৷
advertisement

রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই তৎপর হয়েছেন রাজ্যপাল৷ রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে ওঠা ক্যানিং থেকে কোচবিহারে ছুটে গিয়েছেন তিনি৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষও প্রকাশ করেছেন সি ভি আনন্দ বোস৷ রাজ্যপালের ভূমিকা নিয়ে আপত্তি জানিয়ে পাল্টা রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস৷

advertisement

আরও পড়ুন: ‘সিপিএমটা বড্ড বার বেড়েছে!’ মমতার নিশানায় কংগ্রেসের রাজ্য নেতারাও, আস্থা হাইকম্যান্ডে

এ দিন রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যপালের সাংবিধানিক পদ, তিনি ভোটের প্রচার করতে পারেন না৷ কোচবিহারে দেখলাম বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, ভোটের রণনীতি ঠিক করে দিচ্ছেন৷ আর্মি, বিএসএফ, সিআইএসএফকে ডেকে স্ট্র্যাটেজি করছেন৷ এটা তিনি করতে পারেন না৷

advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ভোট ঘোষণা হলে আমরা সরকারি অর্থে বিমানে চড়ি না, বেসরকারি হোটেলে গিয়ে থাকি৷ সেখানে রাজ্যপাল কীভাবে সার্কিট হাউসে গিয়ে থাকছেন? মুখ্যমন্ত্রী আরও বলেন, উনি আইনশৃঙ্খলা দেখেন না, মানুষের নির্বাচিত সরকার দেখে৷ উনি নির্বাচিত নন, মনোনীত৷’

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

শুধু পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপালের তৎপরতা নয়, উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যপাল যেভাবে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটছেন, এ দিন তারও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রাজ্যপালের পদ সাংবিধানিক, ভোটের প্রচার করতে পারেন না: মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল