নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে নাম না করে রাজ্যপালকে কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিক বিল আটকে রাজভবনে পড়ে রয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও।
যদিও তার উত্তর দেওয়া হয়েছিল রাজভবনের তরফ থেকেও। কোন বিলের কী স্ট্যাটাস, সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানানোর পাশাপাশি রাজ্য সরকারের ব্যাখ্যা না পাওয়ার জন্য ১০টি বিল রাজভবনে রয়েছে বলেও বিবৃতি দিয়ে জানানো হয়েছিল রাজভবনের তরফে। আর এবার সেই বিল সই না করা নিয়ে এদিন সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে অবশ্যই রাজ্যপালের নাম না করে।
advertisement
আরও পড়ুন:‘পাপিষ্ঠরা যেখানে যাবে…’ বিশ্বকাপে হার নিয়ে তুমুল কটাক্ষ মমতার! গেরুয়া রং নিয়েও তোপ
শুধু তাই নয়, অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না বলেও নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা বিল পাশ করতে দেয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। আমি নিজে গিয়ে কথা বলেছিলাম। তারপরেও সব আটকে। রাজ্য সরকারের টাকায় খাবেন, পুরস্কার দেবেন আর কালারফুল লাইফ কাটাবেন। আর বিল পাশ করতে দেবে না। যেন সব হিটলার একটা।”
আরও পড়ুন: ‘সিপিএম নরকঙ্কাল নিয়ে খেলা করত!’ জয়নগর খুন নিয়ে বিস্ফোরক মমতা, যা বললেন…
রাজনৈতিক মহলের মতই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কার্যত স্পষ্ট করে দিল নবান্ন-রাজভবন সংঘাত চলছেই। বিশ্ববিদ্যালয়গুলির অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়েও যে এখনই সমাধান হয়নি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থাকলেও তা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের মাধ্যমেই স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিশ্ববিদ্যালয়গুলি অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল নিয়ম মানছে না বলে অভিযোগ তুলে শিক্ষক দিবসের দিন সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F