বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য রাখতে শুরু করতে না করতেই বিধানসভায় তাঁর বক্তব্য ঘিরে প্রতিবাদে সোচ্চার হন প্রধান বিরোধী দল বিজেপির বিধায়করা। বিক্ষোভে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে সদন। এরপর কালো কাপড় দেখিয়ে ওয়াক আউট করেন করেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুন : ২ লক্ষ টাকায় নিজের সন্তান বিক্রি…? নরেন্দ্রপুরে গ্রেফতার মা! ফাঁস হল ‘বিরাট’ সত্যি
advertisement
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই রামধনু জোট নিয়ে কটাক্ষ হানেন। তিনি বলেন, ” কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের সময় কটা মিটিং ডেকেছিলেন? চিরকুটে বদল হয়েছিল আধিকারিকদের মধ্যে।” এরপরেই নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে মমতা বলেন, “ঘটনা ভুলে গেছেন? আলো বন্ধ করা হয়েছিল। দু ঘন্টা আলো বন্ধ হয়ে গেল কেন?” এরপরেই শুভেন্দু অধিকারী -সহ বিজেপি বিধায়করা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। উত্তরে মমতা বলেন, “গণনা কেন্দ্র নিয়ে আমার বলার অধিকার আছে। রেজাল্ট বদলে গেল নন্দীগ্রামে।
ত্রিপুরায় সবার গাড়ি ভেঙেছে। ভুলে গিয়েছেন?” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই কাগজ ছিড়ে প্রতিবাদ দেখতে শুরু করে বিজেপি। কালো কাপড় দেখতে শুরু করেন তাঁরা মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ভাষণ করেছেন বলে অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন বিজেপি বিধায়করা।
