TRENDING:

Mamata Banerjee Nandigram: দু'ঘণ্টা আলো বন্ধ ছিল কেন...? ফেটে পড়লেন মমতা! বিধানসভায় এবার 'নন্দীগ্রাম'

Last Updated:

Mamata Banerjee Nandigram: পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বিজেপির মুলতুবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভাষণ দিতে গিয়ে ফের নন্দীগ্রাম নিয়ে স্বর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বিজেপির মুলতুবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভাষণ দিতে গিয়ে ফের নন্দীগ্রাম নিয়ে স্বর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিজেপির প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয় বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রীকে কালো কাপড় দেখিয়ে ওয়াক আউট করেন বিজেপি ! মমতার ‘রামধনু’ বক্তব্যে কার্যত তোলপাড় হয় বিধানসভা।
নন্দীগ্রাম প্রসঙ্গে মমতা
নন্দীগ্রাম প্রসঙ্গে মমতা
advertisement

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য রাখতে শুরু করতে না করতেই বিধানসভায় তাঁর বক্তব্য ঘিরে প্রতিবাদে সোচ্চার হন প্রধান বিরোধী দল বিজেপির বিধায়করা। বিক্ষোভে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে সদন। এরপর কালো কাপড় দেখিয়ে ওয়াক আউট করেন করেন বিজেপি বিধায়করা।

আরও পড়ুন : ২ লক্ষ টাকায় নিজের সন্তান বিক্রি…? নরেন্দ্রপুরে গ্রেফতার মা! ফাঁস হল ‘বিরাট’ সত্যি

advertisement

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই রামধনু জোট নিয়ে কটাক্ষ হানেন। তিনি বলেন, ” কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের সময় কটা মিটিং ডেকেছিলেন? চিরকুটে বদল হয়েছিল আধিকারিকদের মধ্যে।” এরপরেই নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে মমতা বলেন, “ঘটনা ভুলে গেছেন? আলো বন্ধ করা হয়েছিল। দু ঘন্টা আলো বন্ধ হয়ে গেল কেন?” এরপরেই শুভেন্দু অধিকারী -সহ বিজেপি বিধায়করা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। উত্তরে মমতা বলেন, “গণনা কেন্দ্র নিয়ে আমার বলার অধিকার আছে। রেজাল্ট বদলে গেল নন্দীগ্রামে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মা-ঠাকুমার হাতে তৈরি কলাইয়ের বড়ি আজও মেলে দুর্গাপুরে
আরও দেখুন

ত্রিপুরায় সবার গাড়ি ভেঙেছে। ভুলে গিয়েছেন?” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই কাগজ ছিড়ে প্রতিবাদ দেখতে শুরু করে বিজেপি। কালো কাপড় দেখতে শুরু করেন তাঁরা মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ভাষণ করেছেন বলে অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন বিজেপি বিধায়করা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Nandigram: দু'ঘণ্টা আলো বন্ধ ছিল কেন...? ফেটে পড়লেন মমতা! বিধানসভায় এবার 'নন্দীগ্রাম'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল