TRENDING:

Mamata Banerjee: ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, ধসে বিপর্যস্ত দার্জিলিং থেকে কালিম্পং, রবিবারই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Last Updated:

ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাহাড়-সহ সমতলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবারই উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি পৌঁছেই জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন করবেন প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত অঞ্চলগুলি। নবান্ন সূত্রে খবর, আপাতত দু’দিনের উত্তরবঙ্গ সফরেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
এবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
advertisement

ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাহাড়-সহ সমতলে। সিকিম আবহাওয়া দফতর আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কথা আগেই জানিয়েছিল। তিস্তায় নতুন করে জলস্ফীতি ঘটায় তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন।

আরও পড়ুন:সল্টলেকে ‘রহস্যমৃত্যু’ পড়ুয়ার, আত্মহত্যা? নাকি অন্য চক্রান্ত? তদন্তে পুলিশ

advertisement

আরও পড়ুন: পুজোর আগেই সুখবর, মেধাতালিকার পর এবার উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং, জেনে নিন তারিখ

১০ নম্বর জাতীয় সড়ক-সহ পাহাড়ি রাস্তাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার সকালে নতুন করে ধস নামে দার্জিলিঙের মিরিক, ঘুম, সুখিয়া পোখরি রোডে। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধস নেমেছে লোয়ার সিটংয়ের ডায়েরি গাঁওয়ে। ধসে বিধ্বস্ত দুধিয়া, পানিঘাটা রোডও। বেশ কিছু জায়গায় ধস সরানোর কাজ চলছে। রাস্তার একাংশ দিয়ে গাড়ি চলাচলও শুরু হয়েছে। কালিম্পং জেলার সিংথাম-রংপো রোডের ২০ মাইলে পাহাড় থেকে বোল্ডার নেমে আসায় সেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রেখেছে প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূষণমুক্ত করবে বায়ু, আবার দূষিত কার্বন থেকেও হবে লাভ! দুই ছাত্রী তৈরি করল অভিনব মডেল
আরও দেখুন

কালিম্পং, দার্জিলিঙের সিংমারি-সহ বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। সেলফিদারা, ২৮ মাইল, শ্বেতিঝোরায় ধসের জন্য ১০ নম্বর জাতীয় সড়কে সতর্কতা জারি করা হয়েছে। অধিকাংশ সময়ই বন্ধ থাকছে জাতীয় সড়ক। একটানা বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায়। তিস্তাবাজার, সেবক, বাসুসুবা, গজলডোবা-সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, ধসে বিপর্যস্ত দার্জিলিং থেকে কালিম্পং, রবিবারই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল