Saltlake Student Death: সল্টলেকে 'রহস্যমৃত্যু' পড়ুয়ার, আত্মহত্যা? নাকি অন্য চক্রান্ত? তদন্তে পুলিশ

Last Updated:

পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ে কোনও গণ্ডগোলের জেরেই 'আত্মহত্যা' করেছে পড়ুয়া

কলকাতা: ফের রহস্যমৃত্যু ছাত্রের। সল্টলেকের সেচ আবাসন থেকে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ নিউটাউনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার। ঘটনাস্থলে পৌঁছেছে বিধাননগর (দক্ষিণ) থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ে কোনও অশান্তির জেরেই ‘আত্মহত্যা’ করেছে পড়ুয়া। গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। মৃতদেহ নিয়ে আসা হয়েছে সল্টলেক হার্ট ক্লিনিক-এ। মৃত পড়ুয়ার পরিবার সেখানে উপস্থিত হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বন্ধুদের সঙ্গে নাকি অশান্তি হয়েছিল মৃত পড়ুয়ার। একটি মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক-ও ছিল। সমস্ত তথ্যই খতিয়ে দেখছে পুলিশ। ‘আত্মহত্যা’ নাকি অন্য কোনও চক্রান্ত? তদন্তে পুলিশ।
advertisement
advertisement
পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে বিশ্ববিদ্যালয়ে পড়ত মৃত পড়ুয়া, সেই বিশ্ববিদ্যালয়ের চত্বরের বাইরে,উলটো ফুটপাতে বন্ধুদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি-অশান্তি হয়। পুলিশ সূত্রে খবর, বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবককে। সেচ দফতরের বাইরে বিকট শব্দ পেয়েই তড়িঘড়ি অনেকে দফতর থেকে বেরিয়ে আসেন। তাঁরা দেখেন,মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saltlake Student Death: সল্টলেকে 'রহস্যমৃত্যু' পড়ুয়ার, আত্মহত্যা? নাকি অন্য চক্রান্ত? তদন্তে পুলিশ
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement