TRENDING:

তিন দিনের নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, রাজনৈতিক সভা থেকে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

কালীপুজোর পর নদিয়া দিয়েই তার জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগেও একাধিক জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মঙ্গলবার থেকে তিন দিনের নদিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পর জেলা সফর নদীয়া জেলা দিয়ে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের দোরগোড়ায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা। তার আগেই রাজ্যের একাধিক জেলায় প্রশাসনিক বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই নবান্ন সূত্রে খবর।
মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল ছবি
advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে কৃষ্ণনগর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর গভমেন্ট কলেজের মাঠে রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাজনৈতিক সভা থেকেই কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন তৃণমূল নেত্রী। সেখানে রাজনৈতিক দিক থেকে এই রাজনৈতিক সভা কে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন : পঞ্চায়েতে লকেট-অগ্নিমিত্রার 'সন্ত্রাস' নিদানেই সমর্থন দিলীপ ঘোষের! 'কেঁচো' 'সাপের' তত্ত্ব ফিরহাদের

বুধবার এই রাজনৈতিক সভা করার পর বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন নদিয়া জেলাতেই মুখ্যমন্ত্রী। রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত ছাতিমতলা আমবাগান মাঠ এলাকাতে প্রশাসনিক বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক বৈঠক থেকে নদিয়া জেলার একাধিক প্রকল্প উন্নয়ন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই প্রশাসনিক বৈঠক থেকে কয়েকটি ভেসেলের সূচনা ও করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর। কালীপুজোর আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মূলত জলপাইগুড়ি জেলায় মাল নদীতে হড়পা বানে মৃত পরিবারদের আত্মীয়দের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন কালীপুজো মিটলেই ফের তিনি তার জেলা সফর শুরু করবেন।

advertisement

আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে তেমনটাই ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের। তার আগেই বিভিন্ন ব্লকে ব্লকে যে কাজগুলি বাকি রয়েছে সেই কাজগুলি যাতে দ্রুত শেষ করা হয় সে বিষয়েও নদীয়া জেলার প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ১০০ দিনের কাজ নিয়েও বৃহস্পতিবার এ প্রশাসনিক বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে মুখ্য সচিবের দপ্তর। মনে করা হচ্ছে বৃহস্পতিবারে প্রশাসনিক বৈঠক থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
তিন দিনের নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, রাজনৈতিক সভা থেকে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল