এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও অবশ্য দুর্নীতি নিয়ে নিজের এবং দলের কড়া অবস্থানের মনোভাবই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দিলেন, দুর্নীতিতে জড়ালে বা সেই অভিযোগ প্রমাণিত হলে কোনও মন্ত্রীকেও ছাড় দেবেন না তিনি৷ নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে মমতা বলেন, 'কেউ চোর ডাকাত হলে তৃণমূল কেয়ার করে না৷ আমি নিজের অনেক ছেলেদেরও অ্যারেস্ট করিয়েছি৷ এমএলএ, এমপি, মিনিস্টার- অন্যায় করলে আমি কাউকে রেয়াত করি না৷' যদিও অন্য কারও দুর্নীতির দায় যে তিনি নেবেন না, তাও বুঝিয়ে দিয়েছেন মমতা৷ তিনি বলেন, 'কিন্তু আমার গায়ে কালি ছিঁটোলে আলকাতরা আমার হাতেও আছে৷ ওয়াশিং মেশিনে জামাকাপড় পরিষ্কার হতে পাের, আলকাতরা হয় না৷'
advertisement
আরও পড়ুন: 'সে নাকি পার্থর বন্ধু, দলের সঙ্গে কোনও যোগ নেই', নাম না করে অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন মমতা
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেই তাঁর পাশে দাঁড়ানোর বার্তাই দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমের মতো দলের শীর্ষ নেতারা জানিয়েছিলেন, অভিযোগ প্রমাণিত না হলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না দল৷ বিরোধীরা সরব হলেও পার্থ চট্টোপাধ্যায়কে এখনও মন্ত্রিসভা থেকে সরাননি মুখ্যমন্ত্রী৷ দলের মহাসচিব পদেও রয়েছেন রাজ্যের শিল্প ও পরিষদীয় মন্ত্রী৷
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই মমতার রাজনৈতিক সহকর্মী হিসেবে পাশে থেকেছেন পার্থ চট্টোপাধ্যায়৷ দল এবং মন্ত্রিসভায় সামলেছেন একাধিক গুরুদায়িত্ব৷ তবে এ দিন পার্থর নাম না করেও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেবেন না তিনি৷ একই সঙ্গে এই ঘটনা কতটা সত্যি নাকি কোনও ফাঁদ, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী৷
