TRENDING:

Mamata Banerjee on Partha Chatterjee Arrest: 'চোর, ডাকাত হলে মন্ত্রীকেও রেয়াত করি না', নাম না করেই কড়া বার্তা মমতার

Last Updated:

এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও অবশ্য দুর্নীতি নিয়ে নিজের এবং দলের কড়া অবস্থানের মনোভাবই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসএসসি নিয়োগ কাণ্ডে দুর্নীতির বড়সড় অভিযোগে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি৷ এই পরিস্থিতিতে দীর্ঘদিনের সহকর্মী, দলের অন্যতম শীর্ষ নেতা এবং মন্ত্রিসভার সিনিয়র সদস্যকে নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান কী হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তীব্র হয়েছে৷
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার৷
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার৷
advertisement

এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও অবশ্য দুর্নীতি নিয়ে নিজের এবং দলের কড়া অবস্থানের মনোভাবই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দিলেন, দুর্নীতিতে জড়ালে বা সেই অভিযোগ প্রমাণিত হলে কোনও মন্ত্রীকেও ছাড় দেবেন না তিনি৷ নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে মমতা বলেন, 'কেউ চোর ডাকাত হলে তৃণমূল কেয়ার করে না৷ আমি নিজের অনেক ছেলেদেরও অ্যারেস্ট করিয়েছি৷ এমএলএ, এমপি, মিনিস্টার- অন্যায় করলে আমি কাউকে রেয়াত করি না৷' যদিও অন্য কারও দুর্নীতির দায় যে তিনি নেবেন না, তাও বুঝিয়ে দিয়েছেন মমতা৷ তিনি বলেন, 'কিন্তু আমার গায়ে কালি ছিঁটোলে আলকাতরা আমার হাতেও আছে৷ ওয়াশিং মেশিনে জামাকাপড় পরিষ্কার হতে পাের, আলকাতরা হয় না৷'

advertisement

আরও পড়ুন: 'সে নাকি পার্থর বন্ধু, দলের সঙ্গে কোনও যোগ নেই', নাম না করে অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন মমতা

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেই তাঁর পাশে দাঁড়ানোর বার্তাই দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমের মতো দলের শীর্ষ নেতারা জানিয়েছিলেন, অভিযোগ প্রমাণিত না হলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না দল৷ বিরোধীরা সরব হলেও পার্থ চট্টোপাধ্যায়কে এখনও মন্ত্রিসভা থেকে সরাননি মুখ্যমন্ত্রী৷ দলের মহাসচিব পদেও রয়েছেন রাজ্যের শিল্প ও পরিষদীয় মন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই মমতার রাজনৈতিক সহকর্মী হিসেবে পাশে থেকেছেন পার্থ চট্টোপাধ্যায়৷ দল এবং মন্ত্রিসভায় সামলেছেন একাধিক গুরুদায়িত্ব৷ তবে এ দিন পার্থর নাম না করেও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেবেন না তিনি৷ একই সঙ্গে এই ঘটনা কতটা সত্যি নাকি কোনও ফাঁদ, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Partha Chatterjee Arrest: 'চোর, ডাকাত হলে মন্ত্রীকেও রেয়াত করি না', নাম না করেই কড়া বার্তা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল