সোমবার ভবানীপুরে বিজয়া সম্মিলনী থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলে দেন, ‘আমি জীবনে কারও দয়া চাই না। তাই নিজের নামে স্টেডিয়াম বানাই না। আমার পাবলিসিটির প্রয়োজন নেই। আমি নিজের নামে ট্রেন লাইনও করি না, প্রয়োজন নেই।’ উল্লেখ্য, আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের নামবদল করে নরেন্দ্র মোদি স্টেডিয়াম করাকেই কটাক্ষ করেন মমতা।
advertisement
আরও পড়ুন: ‘ভাল নেই আমি, আদালত আমাকে মুক্তি দেবে’, আদালতের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
নরেন্দ্র মোদির নামে স্টেডিয়ামের প্রসঙ্গ তুলে কটাক্ষের পাশাপাশি মমতার গলায় এদিন হুঙ্কার, ‘আমি দেড় লাখ মাইনে পেতে পারি। সব সুবিধা পেতে পারি। আমি সাত বারের সাংসদ। তাহলে তো এখন আ।আমার ৪০-৫০ কোটি জমানোর কথা। আমি চাই না একটা মুখ খুলি। আমার দেশের সমালোচনা হোক। আমি দেশ ভালবাসি। তাই চুপ করে আছি। কথায় কথায় বলে সব করে দিয়েছি। দেশটা সবার। পৃথিবী সবার। মনে রাখবেন আমরা একা কেউ নই।’
আরও পড়ুন: কোন সারার সঙ্গে প্রেম শুভমনের? করণের কাউচে ফাঁস আসল প্রেমিকার নাম! সচিন শুনছেন?
এদিন দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের বিজয়া সন্মেলনের অনুষ্ঠানে গানের ইতিহাস নিয়ে অনেক কথা বললেন তিনি৷ ছোটবেলায় গান শিখেছিলেন, তিন বছর৷ সে কথাও তিনি বললেন৷ শুধু তাই নয়, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে দ্বিজেন মুখোপাধ্যায় তাঁর কাছে গান শুনতে চাইতেন, সে কথাও বললেন তিনি৷ তিনি এক দিকে যেমন বললেন, বাংলা গানের স্বর্ণযুগের কথা, তেমনই বললেন আধুনিক বাংলা গানের কথাও৷ একেবারে আধুনিক শিল্পীদের নিয়েও কথা বললেন তিনি৷
আবীর ঘোষাল