Sara Ali Khan: কোন সারার সঙ্গে প্রেম শুভমনের? করণের কাউচে ফাঁস আসল প্রেমিকার নাম! সচিন শুনছেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sara Ali Khan: সত্যি সত্যি কার সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটের নতুন তারকা শুভমন গিল। সমস্ত রহস্য ফাঁস।
মুম্বই: দেশের নতুন হার্টথ্রব শুভমন গিল। তাঁর সঙ্গে জোর প্রেমের গুঞ্জন সচিন তেন্ডুলকরের মেয়ে সারার। তবে এখানেই বিষয়টা থেমে নেই। শুভমনের প্রেমের ঢেউ নাকি লেগেছে বলিউড নায়িকা সারা আলি খানের মনেও। তাহলে সত্যি সত্যি কার সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটের নতুন তারকা শুভমন গিল। সইফ আলি খানের মেয়ে সারা সম্প্রতি গিয়েছিলেন কফি উইথ করণে।
সারা আলি খানের সঙ্গে অতিথি হয়ে গিয়েছিলেন আরেক নায়িকা অনন্যা পান্ডে। সেখানেই শুভমন গিলের আসল প্রেমিকার নাম বলেছেন সারা। করণ সারাকে জিজ্ঞেস করেন শুভমন গিলের সঙ্গে সারার প্রেমের জল্পনা নিয়ে। সেখানেই সোজাসাপটা জবাব দেন সারা। তিনি বলেন, ‘আমি নই, গোটা দেশই ভুল ভাবছে। এই সারা আসলে অন্য সারা।’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ভাল নেই আমি, আদালত আমাকে মুক্তি দেবে’, আদালতের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। মাঠ জুড়ে চিৎকার ‘হামারি ভাবী ক্যায়সি হো, সারা ভাবি যাইসি হো ‘ (আমাদের বৌদি কেমন হবে, সারা যেমন তেমন হবে)। খেলার মাঠ এবং বিনোদন দুনিয়া তোলপাড়ার সারা ‘ভাবি’-কে নিয়ে। কিন্তু কে এই সারা ভাবি? এ নিয়ে তীব্র জল্পনা চলছে বিগত কয়েক মাস ধরে। এবার সেই জল্পনার ইতি।
advertisement
গিলের সঙ্গে প্রথমে সারা আলি খানেরই নাম জড়িয়েছিল। কিন্তু হঠাৎ করেই তাঁদের মধ্যে চলে আসে সচিন-কন্যার নাম। যা নেট দুনিয়ায় গসিপের অন্যতম উপকরণ হয়ে উঠেছে। সচিন-কন্যার আগমনে কি গিলের মন থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন বলিউড অভিনেত্রী? নাকি সত্যিই সারা তেন্ডুলকরের প্রেমিক তিনি? নিজেরা এখনও সরাসরি কিছু না জানালেও, সমস্তটা জানিয়ে দিলেন সারা আলি খান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 5:10 PM IST