Optical Illusion: ৭ সেকেন্ডের চ্যালেঞ্জ আপনাকে! এই কাঠের স্তূপ থেকে খুঁজে বের করুন বিষাক্ত মাকড়সাটিকে
- Published by:Raima Chakraborty
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Optical Illusion: এক গুচ্ছ নানা আকারের কাঠের গুঁড়ি একসঙ্গে করে রাখা হয়েছে। এই কাঠের গুঁড়িগুলির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি মাকড়সা।
কলকাতা: দৃষ্টিবিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।
অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement

advertisement
আরও পড়ুন: ‘ভাল নেই আমি, আদালত আমাকে মুক্তি দেবে’, আদালতের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে দেখা যাচ্ছে, এক গুচ্ছ নানা আকারের কাঠের গুঁড়ি একসঙ্গে করে রাখা হয়েছে। এই কাঠের গুঁড়িগুলির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি মাকড়সা। মাত্র ৭ সেকেন্ডের মধ্যে সেই প্রাণীটিকে খুঁজে বার করাই আজকের চ্যালেঞ্জ!
advertisement
আরও পড়ুন: খুব ইচ্ছে ছিল পার্থর, বাধ সাধেন জ্যোতিপ্রিয়! গ্রেফতার দুই নেতার ‘লড়াইয়ে’ নেত্রী হওয়া হল না অর্পিতার
এইভাবে নিজের দৃষ্টিশক্তিকে আরও একবার পরখ করে নেওয়া যাবে।
আজকের এই চ্যালেঞ্জ কিন্তু অতটাও সহজ নয়। কারণ একসঙ্গে জড়ো করে রাখা কাঠের ডালগুলির রঙের সঙ্গে ক্যামোফ্লেজ করে রয়েছে ছোট্ট মাকড়সাটি। ফলে তাকে খুঁজে পাওয়া বেশ মুশকিল! যাইহোক, ৭ সেকেন্ড সময় তো শেষ হয়ে এল। দেখতে পাওয়া গেল কি মাকড়সাটিকে?
advertisement
যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে সেটিকে খুঁজে পেলেন, তাঁদের দৃষ্টিশক্তি সত্যিই তারিফযোগ্য! শুধু দৃষ্টিশক্তি নয়, তাঁদের খুঁটিয়ে পরীক্ষা করার ক্ষমতাও দুর্দান্ত। এটা স্বীকার করে নিতেই হচ্ছে। যাইহোক, আর যাঁরা এখনও মাকড়সাটিকে খুঁজে পেলেন না, তাঁদের আমরাই সাহায্য করব। ছবিটির একেবারে ডান দিক থেকে খুঁটিয়ে লক্ষ্য করতে হবে। তাহলেই ছবির মাঝ বরাবর ডান দিক ঘেঁষে দেখা পাওয়া যাবে ছোট্ট মাকড়সাটির।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 2:04 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ৭ সেকেন্ডের চ্যালেঞ্জ আপনাকে! এই কাঠের স্তূপ থেকে খুঁজে বের করুন বিষাক্ত মাকড়সাটিকে