TRENDING:

Mamata Banerjee: রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খাই না? কাজ করতে গেলেও ভুল হয়: মমতা

Last Updated:

পড়ুয়াদের ট্যাব প্রদান অনুষ্ঠানে তাঁর সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে কী কী উন্নতি হয়েছে তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ভুল শুধরে নেওয়ার কথা৷ এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পড়ুয়াদের ট্যাব প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই শিক্ষাক্ষেত্রে নানা ইস্যু তুলে কুৎসা রটানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, রাস্তায় হাঁটতে গেলে যেমন হোঁচট খেতে হয়, সেরকমই কাজ করতে গেলেও ভুল হয়৷ যা শুধরে নিতে হয়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
advertisement

পড়ুয়াদের ট্যাব প্রদান অনুষ্ঠানে তাঁর সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে কী কী উন্নতি হয়েছে তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ এর পরেই তিনি বলেন, 'কাজ করতে গেলে কেউ যদি ভুল করে, সেটাকে শুধরে নেওয়া দরকার৷ রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খাই না?, পায়ে লাগে, ঠিক করে নিতে হয়, দেখে হাঁটতে হয়৷ কেউ ভুল করলে শুধরে নেওয়া হবে৷ আইন আইনের পথে চলবে, ভুল শুধরে নিতে হবে৷ কিছু লোক বাংলাকে ভালবাসে না৷ সারাক্ষণ কুৎসা, চক্রান্ত, অপপ্রচার৷ তৃণমূলের বিরুদ্ধে কী বলা যায়৷ আমি রেল মন্ত্রী থাকার সময় আরশোলা বেরোলেও দেখাতো৷ এখন তো বিছানাগুলোও অপরিষ্কার৷ কবার দেখায়?'

advertisement

আরও পড়ুন: 'আগে স্কুল কলেজে কম নম্বর দিত, আর এখন দেখো!' বললেন মমতা

শিক্ষা দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়া এবং নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসার পর থেকেই একাধিক বার মুখ্যমন্ত্রীর মুখে ভুল সংশোধনের কথা শোনা গিয়েছে৷ এ দিন ফের একবার নিজের সেই অবস্থানই স্পষ্ট করে দিলেন তিনি৷

advertisement

আরও পড়ুন: গ্রিটিংস কার্ড, গোলাপ নিয়ে শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূলের ছাত্র নেতারা! উত্তপ্ত কাঁথি

এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে নতুন করে প্রায় দশ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

যদিও ভুল সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধীরা৷ সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রী এবং তাঁর বাহিনীর কাছে ভুলটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে, ঠিকটাই ব্যতিক্রম হয়ে গিয়েছে৷' বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের প্রশ্ন, 'তিরিশ হাজার চাকরি বিক্রিকে কি শুধু ভুল বলা যায়?'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খাই না? কাজ করতে গেলেও ভুল হয়: মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল