'আগে হাত দিয়ে নম্বরই গলত না, আর এখন দেখো!' বললেন মমতা

Last Updated:

Mamata Banerjee: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পড়ুয়াদের স্মার্টফোন বিলি অনুষ্ঠানে ছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

#কলকাতা: আগে স্কুল-কলেজের পরীক্ষাগুলিতে পড়ুয়াদের কম নম্বর দেওয়া হত। কিন্তু এখন পড়ুয়ারা নম্বর বেশি পাচ্ছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পড়ুয়াদের স্মার্টফোন বিলি অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
এদিন তিনি বলেন,  "আগে কত কম নম্বর দিত। আগে স্কুল-কলেজে কত কম নম্বর পেতাম আমরা। আগে হাত দিয়ে নম্বরই গলত না, নম্বরই দিত না। আর এখন দেখো কেউ ৮৮ পাচ্ছে, কেউ ৯০, ৯৯ পাচ্ছে। কারণ, আমি ক্ষমতায় আসার পরে বলেছি সিবিএসই আছে, আইসিএসই আছে। আমাদের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় যাবেন। সেখানে সিবিএসই -এর ছেলেমেয়েরা যদি ৯০ পায়। আর আমাদের ছেলে মেয়েরা যদি না পায়, তাহলে প্রতিযোগিতায় কী করে সফল হবে।  সেই জন্য়ই বাড়িয়ে দাও নম্বর। এমন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো, যাতে তাঁরা দেশ-বিদেশের নজর কাড়তে পারে।"
advertisement
advertisement
অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রী আরও জানান,  "আমাদের এখানে পড়াশুনোর সুযোগ অনেক বেশি এখন। বাইরে থেকেও বেশি সুযোগ আমাদের এখানে বেশি। ইউক্রেনে আপনারা দেখলেন তো ছেলে-মেয়েগুলো পড়তে গেলো, তারপরে কী দশা হল। কিন্তু আমাদের এখানে এখন ব়্য়াকিং-এর দিক থেকে যাদবপুর, কলকাতা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয় সব এক কিংবা দুই নম্বরে আছে। কত কলেজ করেছি আমরা।  আমাদের টিচাররা খুব ভালো পড়ান। ভালো ছাত্র-ছাত্রী তৈরি করেন।"
advertisement
মমতা বন্দ্য়োপাধ্য়ায় এদিন বলেন,  "প্রাইমারি এডুকেশনে বাংলা এক নম্বরে হয়েছে। কাজ করতে গেলে ভুল হয়। রাস্তায় হাঁটতে গেলে হোঁচট তো খেতে হয়। যদি কেউ ভুল করেন, তাঁদের জন্য আইন আইনের পথে চলবে সারাক্ষণ কুৎসা, অপপ্রচার চলে তৃণমূলের বিরুদ্ধে। কখনও লোভ করতে যাবেন না। লোভ সংবরণ করার চেষ্টা করবেন। দেখবেন কোনও বিপদে পড়বেন না।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আগে হাত দিয়ে নম্বরই গলত না, আর এখন দেখো!' বললেন মমতা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement