TRENDING:

Mamata Banerjee on Petrol Diesel Price: 'আন্দোলনের আ জানে না!' পেট্রোল- ডিজেলের দাম নিয়ে বিজেপি-কে পাল্টা মমতার

Last Updated:

এতদিন জ্বালানির দাম কমানোর দাবিতে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ কেন্দ্র দাম কমানোর পর এবার পাল্টা রাজ্য সরকারের উপরে একই চাপ তৈরি করার পথে হাঁটছে বিজেপি (Mamata Banerjee on Petrol Diesel )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পেট্রোল- ডিজেলের দাম কমানোর দাবিতে পথে নেমেছে বিজেপি৷ রাজ্য সরকারকেও পেট্রোল- ডিজেলের উপর থেকে ভ্যাট কমাতে হবে, এই দাবিতে আন্দোলন শুরু করেছে তারা৷ এ দিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পাল্টা তোপ দেগে বললেন, উত্তর প্রদেশের নির্বাচনের দিকে তাকিয়েই পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel Price) কমানো হয়েছে৷ মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, পেট্রোল- ডিজেল এবং রান্না গ্যাস থেকে কেন্দ্রীয় সরকার যে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করেছে, তা রাজ্যগুলির মধ্যে ভাগ করে দিক কেন্দ্র (Mamata Banerjee on Petrol Diesel Price)৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

কয়েকদিন আগেই পেট্রোল, ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে কিছুটা দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এর পরই বিজেপি (BJP) শাসিত একাধিক রাজ্য পেট্রোল- ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়েছে৷ দাম কমানোর উদ্যোগ নিয়েছে পঞ্জাবের মতো কংগ্রেস শাসিত রাজ্যও৷ সেখানেও অবশ্য সামনের বছর নির্বাচন রয়েছে৷

আরও পড়ুন: 'বাজে বকে, কাজ করে না!' বিধায়কদের শপথ বয়কট বিজেপি-র, তীব্র কটাক্ষ করলেন মমতা

advertisement

এ দিন পেট্রোল- ডিজেলের দাম কমানো নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে পাল্টা আক্রমণের পথে হাঁটেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, একটানা দাম বাড়িয়ে নির্বাচনের সময় সামান্য দাম কমানো বিজেপি-র বরাবরের কৌশল৷ মুখ্যমন্ত্রী বলেন, 'কিছুই করেনি, না করে আন্দোলন করছে৷ আন্দোলনের আ জানে না৷ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস বিক্রি করে চার লক্ষ কোটি টাকা আয় করেছে৷ চার লক্ষ কোটি টাকা সব রাজ্যকে ভাগ করে দাও৷ ওনারা বাড়াবে আর রাজ্যগুলিকে সব দিয়ে দিতে হবে৷ চার লক্ষ কোটি টাকা মানুষের পকেট কেটে নেবে কেন?'

advertisement

উত্তর প্রদেশে নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'দু বছর ধরে বাড়াবে আর যেই নির্বাচন আসবে লোক দেখানো একটু কমাবে৷ ডিজেলের দাম বাড়লে তো সব্জির দাম বাড়বেই৷'

আরও পড়ুন: 'পুজোর ১৫ দিন আগে থেকে আমার সঙ্গে ঝগড়া করতেন!' সুব্রতদাকে 'মিস করছেন' মমতা

এতদিন জ্বালানির দাম কমানোর দাবিতে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ কেন্দ্র দাম কমানোর পর এবার পাল্টা রাজ্য সরকারের উপরে একই চাপ তৈরি করার পথে হাঁটছে বিজেপি৷ সোমবারই পেট্রোল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর দাবিতে কলকাতায় মিছিলের ডাক দেয় বিজেপি রাজ্য নেতৃত্ব৷ যদিও সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ৷ তবে বিজেপি নেতারা স্পষ্ট করে দিয়েছে, এই দাবিতে তাদের আন্দোলন চলবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুখ্যমন্ত্রী অবশ্য সোমবার স্পষ্ট করে দিয়েছিলেন, রাজ্যের তরফে নতুন করে আর কোনও ছাড় দেওয়া সম্ভব নয়৷ এ দিনও কেন্দ্রকে দুষে মুখ্যমন্ত্রী বলেন, 'টিকা দিচ্ছে না টাকা দেবে৷' এ দিনও বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে বিজেপি-র চাপের কৌশলের কাছে মাথা নত করবে না রাজ্য৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Petrol Diesel Price: 'আন্দোলনের আ জানে না!' পেট্রোল- ডিজেলের দাম নিয়ে বিজেপি-কে পাল্টা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল