TRENDING:

Mamata Banerjee President Election: চার রাজ্যে জয়ের পরেও 'এই' কাজ সহজ হবে না বিজেপির, অঙ্ক কষে 'বড়' চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

Mamata Banerjee President Election: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি ঐক্যবদ্ধ হবে বিরোধী জোট, জোর চর্চা রাজনৈতিক মহলে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly Election) ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। চারটি রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি (BJP)। এরইমধ্যে সামনেই বিজেপির কাছে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরেই এবার বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee President Election)।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের 
প্রতীকী ছবি।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী ছবি।
advertisement

আরও পড়ুন : উপনির্বাচন পিছিয়ে দিলে আপত্তি নেই বিজেপির, বাজেট নিয়ে 'উত্তরবঙ্গ' খোঁচা সুকান্তর

চার রাজ্যের ভোটে বিজেপি(BJP) সরকার গঠন করলেও সারা দেশে মোট বিজেপি বিধায়কদের অঙ্কে যে বিজেপি খুব একটা স্বস্তিজনক জায়গায় নেই তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সাংসদ ও বিধায়করা। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটের মূল্য ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩। এর মধ্যে বিজয়ী হতে গেলে প্রয়োজন ৫ লক্ষ ৪৯ হাজার ৪৫২ ভোট। লোকসভায় সাংসদদের সংখ্যার নিরিখে এগিয়ে আছে বিজেপি৷

advertisement

৩১ মার্চ রয়েছে ৬ রাজ্যের ১৩টি রাজ্যসভা আসনের ভোট। এই ফাঁকা আসনগুলি যে রাজ্যগুলি থেকে সেখানে বিভিন্ন রাজ্যগুলির যে রাজনৈতিক সমীকরণ তাতে বিজেপি সুবিধাজনক জায়গায় থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সংসদ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আইনসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে যে নির্বাচকমণ্ডলী আছে তাদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এখানে ভোটারের ভোটের অঙ্ক স্থির করা হয় ১৯৭১ সালে সংশ্লিষ্ট রাজ্যগুলির জনসংখ্যার ভিত্তিতে তৈরি ফর্মুলা অনুযায়ী।

advertisement

আরও পড়ুন : উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের সূচিতে বদল, সম্ভবত আগামিকালই ঘোষণা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ রাজ্যের মুখ্যমন্ত্রী  (Mamata Banerjee President Election) বুঝিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের অঙ্কেও খেলা হবে। তিনি বিধানসভায় জানিয়েছেন, "দেশের মোট বিধায়কদের মধ্যে অর্ধেকও নেই বিজেপির। তাই তাদের বড় বড় কথা বলা উচিত নয়। কারণ সমাজবাদী পার্টির মতো দল ভোটে হারলেও নির্বাচক মন্ডলীর দিক থেকে আগের বারের চেয়ে বেশি শক্তিশালী রয়েছে। এবার রাষ্ট্রপতি নির্বাচন (President Election) বিজেপির কাছে খুব একটা সহজ হবে না। দেশের যত বিধায়ক রয়েছেন, তাঁদের অর্ধেকও বিজেপির নয়। সারা দেশজুড়ে বিরোধীদের অনেক বেশি বিধায়ক রয়েছেন।" উত্তরপ্রদেশের মতো রাজ্যের উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন ৭৮ আসন বেড়েছে সমাজবাদী পার্টির। ৫৪ আসন কমেছে বিজেপির। রাজনৈতিক শিবিরের একাংশের মতে বিরোধী শিবির ঐক্যবদ্ধ হয়ে  প্রার্থী দিলে লড়াই হবে। সেটাই মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee President Election: চার রাজ্যে জয়ের পরেও 'এই' কাজ সহজ হবে না বিজেপির, অঙ্ক কষে 'বড়' চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল