TRENDING:

Mamata Banerjee: বিধায়ক জ্যেঠুকে ভাইঝির জোর ধমক, ধরনা মঞ্চে হেসে ফেললেন মমতা

Last Updated:

নির্মল যখন মঞ্চে তখন নীচে হাজির তাঁর 'ভাইঝি'। পূজা চক্রবর্তী নামে ওই তরুণীর পরিচয়, তিনি পানিহাটি পুরসভার কাউন্সিলরও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঞ্চে তখন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সামনে স্বভাবতই যতটা সম্ভব সংযত আচরণ করেন তৃণমূলের যে কোনও স্তরের নেতা৷ বুধবার রেড রোডে মুখ্যমন্ত্রী ধরনা শুরু করার পর মঞ্চে দলের একাধিক বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীরাও ছিলেন৷ তাঁদের মধ্যেই ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ৷
মঞ্চে মমতা, ছবি তুলছেন পূজা চক্রবর্তী। Photo-PTI
মঞ্চে মমতা, ছবি তুলছেন পূজা চক্রবর্তী। Photo-PTI
advertisement

কিন্তু নির্মল যখন মঞ্চে তখন নীচে হাজির তাঁর 'ভাইঝি'। পূজা চক্রবর্তী নামে ওই তরুণীর পরিচয়, তিনি পানিহাটি পুরসভার কাউন্সিলরও। মমতার সামনেই মঞ্চের নীচ থেকে দলনেত্রীর সঙ্গে জ্যেঠু অর্থাৎ নির্মল ঘোষের ছবি তোলার অনুরোধ করেন পূজা৷ কিন্তু দলনেত্রী কী বলবেন, তা ভেবে প্রথমে বিষয়টিতে রাজি হননি পানিহাটির প্রবীণ বিধায়ক৷ কিন্তু মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও পূজা নাছোড়৷ মঞ্চের নীচ থেকেই নির্মলবাবুকে রীতিমতো ধমক দেন তিনি৷ জ্যেঠু- ভাইঝির এই কথোপকথন ততক্ষণে চোখে পড়ে গিয়েছে মমতারও৷ আর তা দেখে হেসেই ফেলেন মুখ্যমন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: অস্ত্র রাহুলের শাস্তি, শুভেন্দুকে প্যাঁচ ফেলতে বড় নির্দেশ দিলেন অভিষেক

ব্যস, এর পরে পূজার ইচ্ছেপূরণে সমস্যা হয়নি৷ পূজার আবদার মেনে পানিহাটির বিধায়কের সঙ্গে ছবি তোলেন মমতা৷ মঞ্চের নীচ থেকে পূজাই সেই ছবি মোবাইল বন্দি করেন৷ বাড়তি পাওনা হিসেবে কয়েক মুহূর্তের ভিডিও রেকর্ড করে নেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেবী অংশ নেন 'প্রতিযোগিতায়'! কার নিরঞ্জন আগে হবে, ঠিক করে ফলাফল! পুরোটা জানুন
আরও দেখুন

ছবি পর্বের পর পূজার মুখে তখন যুদ্ধ জয়ের হাসি৷ তৃণমূল কাউন্সলির জানালেন, জ্যেঠু বলে ডাকলেও আসলে নির্মলবাবুর সঙ্গে তাঁর রক্তের সম্পর্ক নয়৷ ক্লাস ইলেভেনে পড়ার সময় নির্মল বাবুর সঙ্গে পরিচয় হয় পূজার৷ এর পরেই ধীরে ধীরে রাজনীতিতে আগ্রহ বাড়ে তাঁর৷ তখন থেকেই নির্মলবাবুকে জ্যেঠু বলে সম্বোধন করতেন তিনি৷ সেই ভালবাসার টানেই পানিহাটির বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি ক্যামেরা বন্দি করতে চেয়েছিলেন পূজা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বিধায়ক জ্যেঠুকে ভাইঝির জোর ধমক, ধরনা মঞ্চে হেসে ফেললেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল