এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ''বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব। সিপিএম জমানায় অনেক অবৈধ চাকরি হয়েছিল। আমি ক্ষমতায় এসে সেই সব চাকরি খেতে পারতাম। কিন্তু, তেমনটা করিনি। বলা হচ্ছে, ২০২৪-এ সব জিতে ক্ষমতায় আসবে আর সবাইকে জেলে ভরে দেবে।''
আরও পড়ুন: সেনার নামে ক্যাডার তৈরি করছে বিজেপি, 'অগ্নিপথ' নিয়ে রণংদেহী মমতা
advertisement
মুখ্যমন্ত্রীর এহেন আক্রমণের পরই অবশ্য মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''এ রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের তোয়াক্কা করেন না। তিনি সংবিধান ভাঙছেন। নেতা-মন্ত্রীদের সিবিআই ডাকছে আদালতের নির্দেশে। অবৈধ ভাবে চাকরি দেওয়া হয়েছে বলেই চাকরি চলে যাচ্ছে। এখন তাঁদের বিজেপি বিধায়কদের বাড়িতে পাঠানোর হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।''
আরও পড়ুন: 'আমি মুশকিল আসান, সব সমস্যার সমাধান করে দেব', চাকরি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
এদিন মুখ্যমন্ত্রী রণংদেহী মূর্তিতে বলেন, ''যদি এক লাখ চাকরি দিতে গিয়ে ১০০ ভুল হয়, তাহলে আমাকে সুযোগ দিতে হবে সংশোধন করার। ভুল করার অধিকারটাও একটা অধিকার। আমি একটা লোকের চাকরি খাই নি, খাবও না। চাকরি দিতে না পারি, চাকরি খাব? ২০২৪ এ মানুষই আপনাদের বুলডোজ করবে।''