TRENDING:

Mamata Banerjee: সবাই জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে! মমতার নিশানায় ‘দাদামণি’

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব। সিপিএম জমানায় অনেক অবৈধ চাকরি হয়েছিল। আমি ক্ষমতায় এসে সেই সব চাকরি খেতে পারতাম।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আক্রমণ, পাল্টা আক্রমণ। সোমবারের বিধানসভায় রুদ্রমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি দুর্নীতি নিয়ে বিরোধীদের আক্রমণ শানাতে গিয়ে তিনি যা বললেন, রাজনৈতিক মহলের মতে, আসলে তিনি নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কী বলেছেন তৃণমূল নেত্রী? এদিন বিধানসভায় তিনি বলেন, ''মন্দারমণির নাম এখন ‘দাদামণি’ হয়ে গেছে। কেন হয়েছে? আর বলা হচ্ছে, ১৭ হাজার চাকরি খেয়ে নেব। তা হলে ওই সব ছেলেমেয়েদের ওঁর বাড়ি পাঠিয়ে দেব। আমরা জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে?''
আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়
আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ''বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব। সিপিএম জমানায় অনেক অবৈধ চাকরি হয়েছিল। আমি ক্ষমতায় এসে সেই সব চাকরি খেতে পারতাম। কিন্তু, তেমনটা করিনি। বলা হচ্ছে, ২০২৪-এ সব জিতে ক্ষমতায় আসবে আর সবাইকে জেলে ভরে দেবে।''

আরও পড়ুন: সেনার নামে ক্যাডার তৈরি করছে বিজেপি, 'অগ্নিপথ' নিয়ে রণংদেহী মমতা

advertisement

মুখ্যমন্ত্রীর এহেন আক্রমণের পরই অবশ্য মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''এ রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের তোয়াক্কা করেন না। তিনি সংবিধান ভাঙছেন। নেতা-মন্ত্রীদের সিবিআই ডাকছে আদালতের নির্দেশে। অবৈধ ভাবে চাকরি দেওয়া হয়েছে বলেই চাকরি চলে যাচ্ছে। এখন তাঁদের বিজেপি বিধায়কদের বাড়িতে পাঠানোর হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।''

আরও পড়ুন: 'আমি মুশকিল আসান, সব সমস্যার সমাধান করে দেব', চাকরি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

এদিন মুখ্যমন্ত্রী রণংদেহী মূর্তিতে বলেন, ''যদি এক লাখ চাকরি দিতে গিয়ে ১০০ ভুল হয়, তাহলে আমাকে সুযোগ দিতে হবে সংশোধন করার। ভুল করার অধিকারটাও একটা অধিকার। আমি একটা লোকের চাকরি খাই নি, খাবও না। চাকরি দিতে না পারি, চাকরি খাব? ২০২৪ এ মানুষই আপনাদের বুলডোজ করবে।''

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: সবাই জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে! মমতার নিশানায় ‘দাদামণি’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল