এদিন দিলীপ ঘোষ বলেন, ''কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি, তদন্ত করুক CID। তদন্ত শেষ হোক। তারপর তো গ্রেফতারির প্রশ্ন। আমি তো প্রকাশ্যে বলছি, প্রসন্নর বাড়িতে আমি নিজে দলিলের কপি রেখেছি। কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি। ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি।''
আরও পড়ুন: বাড়ির বাইরে জমায়েত নিষেধ, সিবিআই না হলেও হাই কোর্টে বড় 'জয়' শুভেন্দু অধিকারীর
advertisement
যদিও মঙ্গলবারই অভিষেক বলেন, ''পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। তাই অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গিয়েছে। তা হলে তাঁর বাড়িতে কেন তল্লাশি চালানো হল না কেন?'
আরও পড়ুন: মিজোরামের পাথর খাদানে আচমকা ধস! রাজ্যের ৫ যুবক-সহ ১২ শ্রমিকের মৃত্যু, ট্যুইটে শোকজ্ঞাপন মমতার
প্রসঙ্গত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশির সময় দিলীপ ঘোষের একটি বাড়ির দলিল উদ্ধার হয়। সিবিআই সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার ওই জমিটি দিলীপ শৌভিক মজুমদার নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। বিজেপি সাংসদ নিজেও অবশ্য এই জমি কেনার বিষয়টি অস্বীকার করেননি। বরং বুধবার তা আরও স্পষ্ট ভাবে স্বীকার করে নেন। যদিও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। অবশ্য এ বিষয়ে বুধবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলায় বিষয়টি আলাদা মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহল মহল। যদিও সরাসরি দিলীপ ঘোষের নাম নেননি মুখ্যমন্ত্রী।