TRENDING:

Mamata Banerjee: 'বাংলা জানে কী করতে হয়', বিস্ফোরক অভিযোগ মমতার! কুৎসা রুখে দেওয়ার ডাক

Last Updated:

Mamata Banerjee: বাংলার সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''প্রাইমারি শিক্ষায় বাংলা ১ নম্বরে হয়েছে। কাজ করতে গেলে ভুল হয়।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পড়ুয়াদের স্মার্টফোন বিলি অনুষ্ঠানে ফের বিজেপিকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই বললেন, ''বাংলা বিরোধী কাজ নয়, বাংলার কাজ দিল্লিতে কূটকাচালি করা, বাংলার খেয়ে বলছে দিল্লিতে গিয়ে বলছে, বাংলাকে টাকা দিও না। বাংলা নিজের পায়ে দাঁড়াতে জানে। আমার বয়েই গেছে। বাংলা জানে কী করতে হয়।'' প্রসঙ্গত, একশো দিনের কাজ সহ নানা প্রকল্পে কেন্দ্রীয় অনুদান বন্ধ রাখা হয়েছে। সেই প্রসঙ্গেই মমতার এহেন আক্রমণ বলে ওয়াকিবহল মহলের মত।
মমতার নিশানায় বিজেপি
মমতার নিশানায় বিজেপি
advertisement

বাংলার সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে মমতার সংযোজন, ''প্রাইমারি শিক্ষায় বাংলা ১ নম্বরে হয়েছে। কাজ করতে গেলে ভুল হয়। রাস্তায় হাঁটতে গেলে হোঁচট তো খেতে হয়, যদি কেউ ভুলভ্রান্তি করে, তাদের জন্য আইন আইনের পথে চলবে। সারাক্ষণ কুৎসা, অপপ্রচার, সারাক্ষণ তৃণমূলের বিরুদ্ধে কথা।''

আরও পড়ুন: 'আগে স্কুল কলেজে কম নম্বর দিত, আর এখন দেখো!' বললেন মমতা

advertisement

এখানেই থামেননি মুখ্যমন্ত্রী, বলেন, ''৩৬ হাজার ছেলেমেয়েরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা পেয়েছে। আপনারাও পাবেন। বিনা পয়সায় আইএএস, আইপিএস ট্রেনিং পাবেন। আমাদের সময় ২ লক্ষ ৫৩ হাজারের বেশি নিয়োগ হয়েছে। শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে প্রচুর নিয়োগ হয়েছে।''

আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে কীভাবে পঞ্চায়েত ভোট? কলকাতায় বৈঠকে বসছেন অভিষেক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একইসঙ্গে পুরাতন আমলের সঙ্গে বর্তমান আমলের তুলনা করে তিনি বলেন, ''আগে কত কত নম্বর দিত। আগে স্কুল-কলেজে কত কম নম্বর পেতাম আমরা। নম্বরই দিত না। আর এখন দেখো কেউ ৮৮ পাচ্ছে, কেউ ৯০, ৯৯ পাচ্ছে। কারণ, আমি ক্ষমতায় আসার পরে বলেছি সিবিএসই আছে, আইসিএসই আছে। আমাদের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় যাবেন। সেখানে সিবিএসই -এর ছেলেমেয়েরা যদি ৯০ পায়। আর আমাদের ছেলে মেয়েরা যদি না পায়, তাহলে প্রতিযোগিতায় কী করে সফল হবে। সেই জন্য়ই বাড়িয়ে দাও নম্বর। এমন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো, যাতে তাঁরা দেশ-বিদেশের নজর কাড়তে পারে।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'বাংলা জানে কী করতে হয়', বিস্ফোরক অভিযোগ মমতার! কুৎসা রুখে দেওয়ার ডাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল