TRENDING:

Mamata Banerjee: উত্তর প্রদেশ জিতেই 'গিফট কার্ড' বিজেপির, কী তা? ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের!

Last Updated:

Mamata Banerjee: পরপর তিনটি ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ''উত্তর প্রদেশে জয়লাভের পরপরই গিফট কার্ড নিয়ে বেরিয়ে এল বিজেপি সরকার! ইপিএল (Employees' Provident Fund)-এ সুদের হার কমানো হল, যা চার দশকের মধ্যে সর্বনিম্ন।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাঁচ রাজ্যের নির্বাচনের (Election Results 2022) ফল দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেছেন, লোকসভা নির্বাচনেও বিজেপি-র নিশ্চিত জয়ের পূর্বাভাস দিচ্ছে এই ফল৷ যদিও নরেন্দ্র মোদির এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ তারপরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি শিবিরকে কটাক্ষ করে বলেছেন, "শুধু কেন্দ্রীয় এজেন্সির জোরে আর 'ইলেকশন মেশনারির' জোরে চারটে ভোটে জিতে বাজনা বাজাচ্ছে বিজেপি। ২০২৪ লোকসভা নিয়ে এখন থেকে চেঁচাচ্ছে। বাংলায় হেরেও লজ্জা নেই৷" আর এবার বিজেপি-র 'স্বরূপ' চেনাতে ট্যুইট করলেন তিনি।
বিজেপি-কে নিশানা মমতার
বিজেপি-কে নিশানা মমতার
advertisement

advertisement

কী লিখলেন ট্যুইটে? পরপর তিনটি ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ''উত্তর প্রদেশে জয়লাভের পরপরই গিফট কার্ড নিয়ে বেরিয়ে এল বিজেপি সরকার! ইপিএফ (Employees' Provident Fund)-এ সুদের হার কমানো হল, যা চার দশকের মধ্যে সর্বনিম্ন।'' তাঁর সংযোজন, ''মহামারীর সময়ে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে।''

আরও পড়ুন: ডাস্টবিনে ফেলছিলেন একটি ব্যাগ, তার মধ্যে এ কী! বড় অভিযোগে বইমেলায় গ্রেফতার বলিউড অভিনেত্রী

advertisement

এখানেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ''জনবিরোধী, শ্রমিক-বিরোধী পদক্ষেপটি বর্তমান কেন্দ্রের বিচ্ছিন্ন জননীতির বহিঃপ্রকাশ ঘটায়। যা কৃষক, শ্রমিক এবং মধ্যবিত্তদের পরিবর্তে বড় পুঁজির স্বার্থকে সমর্থন করে। ঐক্যবদ্ধ প্রতিবাদের মাধ্যমে এই উদ্যোগকে নস্যাৎ করতে হবে।''

আরও পড়ুন: উপনির্বাচনে বিরাট চমক তৃণমূলের! দাঁড়াচ্ছেন বাবুল সুপ্রিয়, আসানসোলে কিন্তু অন্য বড় নাম

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উত্তর প্রদেশে বিজেপি-র জয় নিয়ে অবশ্য আগেই প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইভিএম নিয়ে বড় দুর্নীতির অভিযোগও এনেছেন তিন। মমতা বলেছেন, "উত্তরপ্রদেশের ভোট ভালো করে দেখুন, অখিলেশের ভোট শতাংশ অনেকটা বেড়েছে। সমাজবাদী পার্টির আসনও বেড়েছে। বিজেপির উল্টে আসন কমেছে। ইভিএম নিয়ে অনেক অভিযোগ ছিল। ইভিএম নিয়ে কী হল দেখেছেন? অখিলেশের দুঃখ পাওয়ার কিছুই নেই। সব ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত। পঞ্জাবে আপ ইভিএম-এ নজর রেখেছিল। আমরা এখানে রেখেছিলাম। কিন্তু উত্তরপ্রদেশে তা হয়নি।" আর এবার ইপিএফ-এ সুদের হার কমানো নিয়েও বিজেপি-কে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: উত্তর প্রদেশ জিতেই 'গিফট কার্ড' বিজেপির, কী তা? ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল