এদিন নারী দিবসের মিছিল শেষে ডোরিনা ক্রশিংয়ের মঞ্চ থেকে অবসরপ্রাপ্ত বিচারপতির নাম না করে মমতা বলেন, ‘‘মুখোশ খুলে গেছে। মুখ ও মুখোশ। বড় নেতা হয়ে গিয়েছিলেন। অভিষেককে নাম করে করে গালাগাল দিত। আজ আপনি কোথায় গেলেন? আপনার রায় জনগণ দেবে। আপনি যেখানে দাঁড়াবেন সেখানে নিয়ে যাব চাকরিপ্রার্থীদের ৷’’
advertisement
মমতার ঝাঁঝাল আক্রমণ, ‘‘আইন এ কোনটা সঠিক, কোনটা বেঠিক আমরা জানি। মুখ থেকে মুখোশ খুলে গেছে। হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গেছিলেন।’’
এমনকি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে মন্তব্য করা নিয়েও এদিন কথা বলেন মমতা৷ বলেন, ‘‘অভিষেককে তো নাম করে গালাগালি দিত। আমি অনেক কিছু দেখেছি। কাল থেকে তো আপনার রায় জনগণ দেবেন। আপনি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। আপনি যেখানে দাঁড়াবেন আমি চাকরিপ্রার্থীদের আমি নিয়ে যাব।’’
আরও পড়ুন: পদ্মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কথা অমিত শাহের সঙ্গেও! দাঁড়াবেন কোন কেন্দ্র থেকে?
এরপরেই, বিজেপি-কে কেউটের সঙ্গে তুলনা করে মমতার মন্তব্য, ‘‘হিংসুটে বিজেপি। কেউটের থেকেও ভয়ঙ্কর। আপনি চাকরি খেয়েছেন।আপনি চাকরি খেয়েছেন। বলতে পারতেন সংশোধন করে নিতে। বলতে পারতেন প্যানেলটা ক্যানসেল করে দিচ্ছি। এখনও ৫ লক্ষ ছেলেমেয়ের জন্য চাকরি রেডী আছে।’’