TRENDING:

Mamata Banerjee: ‘যেখানে দাঁড়াবেন, সেখানেই নিয়ে যাব চাকরিপ্রার্থীদের...,’ নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একের পর এক তোপ! জোরাল হুমকি মমতার

Last Updated:

মমতার ঝাঁঝাল আক্রমণ, ‘‘আইন এ কোনটা সঠিক, কোনটা বেঠিক আমরা জানি। মুখ থেকে মুখোশ খুলে গেছে। হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গেছিলেন।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৃহত্তর লড়াইয়ে শামিল হতে বিচারপতির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন গত ৫ মার্চই৷ সাংবাদিক সম্মেলনে স্পষ্টও করে দিয়েছিলেন নিজের রাজনৈতিক অবস্থান৷ সেই ঘোষণা মতোই আজ, ৭ মার্চ সুকান্ত-শুভেন্দুর উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি, বিজেপি-তে যোগদান করলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আর তাঁর বিজেপি-তে যোগদানের সঙ্গে সঙ্গেই নাম না করে তাঁকে ঝাঁঝাল আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘‘আপনি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আমি চাকরিপ্রার্থীদের নিয়ে যাব।’’
advertisement

এদিন নারী দিবসের মিছিল শেষে ডোরিনা ক্রশিংয়ের মঞ্চ থেকে অবসরপ্রাপ্ত বিচারপতির নাম না করে মমতা বলেন, ‘‘মুখোশ খুলে গেছে। মুখ ও মুখোশ। বড় নেতা হয়ে গিয়েছিলেন। অভিষেককে নাম করে করে গালাগাল দিত। আজ আপনি কোথায় গেলেন? আপনার রায় জনগণ দেবে। আপনি যেখানে দাঁড়াবেন সেখানে নিয়ে যাব চাকরিপ্রার্থীদের ৷’’

আরও পড়ুন: সরাসরি বিধায়ককে ফোন? ED আধিকারিকদের উপরে হামলার দিন ঠিক কী করেছিল শেখ শাহজাহান..সিবিআইয়ের রেডারে আরও অনেক

advertisement

মমতার ঝাঁঝাল আক্রমণ, ‘‘আইন এ কোনটা সঠিক, কোনটা বেঠিক আমরা জানি। মুখ থেকে মুখোশ খুলে গেছে। হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গেছিলেন।’’

এমনকি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে মন্তব্য করা নিয়েও এদিন কথা বলেন মমতা৷ বলেন, ‘‘অভিষেককে তো নাম করে গালাগালি দিত। আমি অনেক কিছু দেখেছি। কাল থেকে তো আপনার রায় জনগণ দেবেন। আপনি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। আপনি যেখানে দাঁড়াবেন আমি চাকরিপ্রার্থীদের আমি নিয়ে যাব।’’

advertisement

আরও পড়ুন: পদ্মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কথা অমিত শাহের সঙ্গেও! দাঁড়াবেন কোন কেন্দ্র থেকে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরপরেই, বিজেপি-কে কেউটের সঙ্গে তুলনা করে মমতার মন্তব্য, ‘‘হিংসুটে বিজেপি। কেউটের থেকেও ভয়ঙ্কর। আপনি চাকরি খেয়েছেন।আপনি চাকরি খেয়েছেন। বলতে পারতেন সংশোধন করে নিতে। বলতে পারতেন প্যানেলটা ক্যানসেল করে দিচ্ছি। এখনও ৫ লক্ষ ছেলেমেয়ের জন্য চাকরি রেডী আছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘যেখানে দাঁড়াবেন, সেখানেই নিয়ে যাব চাকরিপ্রার্থীদের...,’ নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একের পর এক তোপ! জোরাল হুমকি মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল