পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই রাজ্য মন্ত্রিসভার রদবদল নিয়ে কৌতূহল ছড়িয়েছিল৷ কারণ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: সাত দিনে ৫০ ঘণ্টা জেরা, পার্থ-অর্পিতার সব গতিবিধি ক্যামেরায় তুলে রাখছে ইডি
মন্ত্রিসভার ভাবমূর্তি উদ্ধার করতে বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে, এমন প্রত্যাশা ছিল রাজনৈতিক মহলের৷ মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন দাবি, ছোট রদবদলই করা হচ্ছে৷ যাঁরা মন্ত্রিসভা থেকে বাদ যাবেন, তাঁদের দলের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন মমতা৷
advertisement
আরও পড়ুন: টাকা কার, কে ষড়যন্ত্র করল? ইডি-র পরের পর প্রশ্নের মুখেও অনড় পার্থ
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, 'সুব্রতদা, সাধনদার মতো সিনিয়র মন্ত্রীরা মারা গিয়েছেন৷ পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন৷ তাঁদের কাজগুলো কে করবে? আমার একার পক্ষে তো সব দেখা সম্ভব না৷ চাঁর- পাঁচজনকে আমরা মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের কাজে ব্যবহার করব৷ নতুন পাঁচ- ছ' জনকে সেই জায়গায় নিয়ে আসা হবে৷'
মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন তা নিয়েও আগ্রহ তুঙ্গে৷ মনে করা হচ্ছে, তরুণ মুখ এবং স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, এমন নেতাদেরই মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে৷ পাশাপাশি কারা মন্ত্রিসভা থেকে বাদ যাবেন তা নিয়েও নবান্ন এবং তৃণমূলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে৷