এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন,’ ধূপগুড়ি, বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে ধূপগুড়ি মহকুমা হচ্ছে। প্রক্রিয়া চলছে। ফিরে এসে যা করার, করে দেব’।
আরও পড়ুন: প্রাথমিক দুর্নীতিতেও পার্থ-যোগ! বিস্ফোরক সিবিআই, মঙ্গলবার তোলপাড় ফেলা রিপোর্ট পেশ!
জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ২০২১-এর ভোটে জিতেছিল বিজেপি। কিন্তু বিধায়কের মৃত্যুর পর এবার উপনির্বাচন হয় সেখানে। সেই উপনির্বাচনেই ৪৩৮৩ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। ২৫ জুলাই প্রয়াত হন তিনি। উপনির্বাচনে এবার ওই আসনটি হাতছাড়া হয়ে গেল গেরুয়া শিবিরের।
advertisement
আরও পড়ুন: সকাল হতেই মন্দারমণির বিচে মিলল অর্ধনগ্ন যুবতীর লাশ! ভয়ঙ্কর দাবি স্থানীয়দের
ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে স্থানীয়দের দাবি মেনে নতুন মহকুমা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা গঠন হবে। এর পরই বিজেপির দখলে থাকা আসনটি ৪০০০ এর বেশি ভোটে ছিনিয়ে নেয় তৃণমূল। তার পর থেকেই আনুষ্ঠানিকভাবে মহকুমা গঠনের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সে ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন স্থানীয়রা। যদিও সেই অপেক্ষা দীর্ঘায়িত করলেন না মুখ্যমন্ত্রী।