হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস এ মালদহের জন্য রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার মালদহে পৌঁছে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক। মূলত মালদহ জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি, দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার কথা তাঁর। প্রশাসনিক বৈঠকে মালদহ জেলার সামগ্রিক পরিকাঠামো সহ বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কাজ কেমন হচ্ছে, এই সফরে তাও পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: রবীন্দ্র জয়ন্তীর আবহে ‘রাজনৈতিক সভা’ ঘিরে ধন্দ! তাই কি কাটছাঁট অমিত শাহের সফরে?
অন্যদিকে, সংখ্যালঘু অধ্যুষিত জেলায় মালদহের দুই লোকসভা আসন দখলে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজনীতির কারবারিরা বলছেন, সেই কারণেই পরপর দু'দিন এই জেলায় সফর করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুই জায়গার তিন লোকসভা আসনে চেষ্টা করেও জয় ছিনিয়ে আনতে পারেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে আগামী লোকসভা ভোটে দুই আসন দখলে মালদহ জেলায় জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল-বিজেপি দুই পক্ষই।
আরও পড়ুন: দণ্ডি-কাণ্ডের মহিলাদের সঙ্গে অভিষেকের কথা! ‘ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা’ বলছে বিজেপি
লোকসভা ভোটের ফল বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করলে দেখা গিয়েছিল মালদহ জেলায় কংগ্রেস এগিয়ে ৪ আসনে, বিজেপি এগিয়ে ৬ আসনে, তৃণমূল এগিয়ে ২ আসনে। এই ফলাফলের ভিত্তিতেই মালদহকে পাখির চোখ করেছিল বিজেপি। যদিও গত বিধানসভা ভোটে মালদহ জেলা মুখ ফেরায়নি তৃণমূলের থেকে। এই অবস্থায় অভিষেকের মালদহ সফর রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।