Amit Shah | Rabindra Jyanti: রবীন্দ্র জয়ন্তীর আবহে ‘রাজনৈতিক সভা’ ঘিরে ধন্দ! তাই কি কাটছাঁট অমিত শাহের সফরে?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বিজেপি সূত্রের খবর, শেষ মুহূর্তে অমিত শাহর বড় কোনও সফরসূচির পরিবর্তন না হলে পঁচিশে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তীতে কলকাতাতেই কাটাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় 'খোলা হাওয়া' নামের এক সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানে বক্তব্য রাখবেন শাহ।
কলকাতা: পয়লা বৈশাখের দিনটা পশ্চিমবঙ্গেই কাটিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহ৷ তার পরেই শোনা গিয়েছিল, রবীন্দ্র জয়ন্তী, অর্থাৎ, ২৫ বৈশাখও এই বঙ্গেই থাকতে চলেছেন বিজেপির এই দোর্দণ্ডপ্রতাপ নেতা! এখনও যে সেই বিষয়ে বিশেষ কোনও রদবদল হল, তেমনটা নয়৷ রবীন্দ্র জয়ন্তীতে এ রাজ্যেই থাকবেন শাহ৷ কিন্তু, কিছুটা হলেও বদলেছে তাঁর বঙ্গীয় কর্মসূচি৷ বিজেপি সূত্রের খবর, ২ দিন নয়, এখন মাত্র ১ দিনই পশ্চিমবঙ্গ সফরে আসছেন শাহ৷
দুদিনের সফরে এ রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর। প্রথম দিন রাজনৈতিক জনসভা এবং পরের দিন ২৫ বৈশাখ উদযাপন। ২৪ বৈশাখ রাজনৈতিক সভা করার কথা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর খাসতালুক মুর্শিদাবাদের বহরমপুরে৷ কিন্তু, বিজেপি সূত্রের খবর, আপাতত, সেই সভা বাতিল করা হয়েছে৷
আরও পড়ুন: দু’বছর পরেও ২রা মে তরজা! একুশের দোসরা মে নিয়ে তেইশেও উত্তপ্ত বঙ্গ রাজনীতি
রবীন্দ্র জয়ন্তীর আবহে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সভার আয়োজন ঘিরে বঙ্গ বিজেপির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল বলে সূত্রের খবর৷ বাঙালি এবং তার বাঙালি আবেগের সঙ্গে রাজনৈতিক যোগ এ রাজ্যের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল৷ তবে এই জন্যই বহরমপুরের সভা বাতিল হয়েছে কি না, সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয়৷
advertisement
advertisement
বর্তমান সূচি অনুযায়ী, কেবলমাত্র ২৫ বৈশাখই সকালে কলকাতায় পা রাখবেন অমিত শাহ৷ প্রথমে এয়ারপোর্ট থেকে পৌঁছবেন নিউটাউনের হোটেলে৷ তারপর সেখান থেকে সোজা জোড়াসাঁকো পঁচিশে বৈশাখ জোড়াসাঁকো৷ সেখানে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করে ফের ফিরবেন নিউটাউনের হোটেলে৷ তারপরে বিজেকে সায়েন্সসিটির অডিটোরিয়ামে বিজেপি সাংস্কৃতিক সেলের পঁচিশে বৈশাখ অনুষ্ঠানে যোগ৷
advertisement
আরও পড়ুন: দণ্ডি-কাণ্ডের মহিলাদের সঙ্গে অভিষেকের কথা! ‘ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা’ বলছে বিজেপি
বিজেপি সূত্রের খবর, শেষ মুহূর্তে অমিত শাহর বড় কোনও সফরসূচির পরিবর্তন না হলে পঁচিশে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তীর দিনটা কলকাতাতেই কাটাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় 'খোলা হাওয়া' নামের এক সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানে বক্তব্য রাখবেন শাহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 12:12 PM IST