গতকালও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এ দিনও বাণিজ্য সম্মেলনের শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিল্পপতিদের হেনস্থার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানুষের উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে৷ কেন্দ্রে এক দল, বাংলায় এক দল৷ আমি একটা জিনিস মেনে নিতে পারি না, কেন আমাদের শিল্পপতিরা দেশ ছেড়ে চলে যাবে৷ কেন তাঁরা সবসময় এজেন্সি নিয়ে ভয়ে থাকবে যে কখন এজেন্সি এসে গলা টিপে ধরবে৷ কর অবশ্যই আদায় করো৷ তাই বলে অতিরিক্ত কর চাপিয়ে মানসিক চাপ তৈরি করা হচ্ছে৷ মানসিক, শারীরিক ভাবে সুস্থ না থাকলে টাকা উপার্জন করে কী হবে? শিল্প ক্ষেত্র সবসময় গ্রিন অ্যান্ড ক্লিন থাকবে৷’
advertisement
আরও পড়ুন: বাংলার গর্ব! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় চমক, এবার অক্সফোর্ডে বক্তব্য রাখবেন মমতা!
এ দিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এবারের বাণিজ্য সম্মেলনে ইতিমধ্যেই ১৮৮টি মউ স্বাক্ষর হয়েছে৷ ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে৷
দেশ বিদেশের শিল্প কর্তাদের বাংলায় বিনিয়োগের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এক হাজার হোটেল তৈরি করলেও খদ্দের পাবেন৷ বাংলার প্রধান সুবিধা এটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার৷ নেপাল, ভুটান বাংলাদেশের সীমান্তে৷ সিঙ্গাপুর, মালয়েশিয়া ব্যাঙ্ককও বেশি দূরে নয়৷ আল্টিমেট, ফিউচার ডেস্টিনেশন৷ ভারতের সাংস্কৃতিক রাজধানী বাংলা৷ ইউনেস্কোও তা মেনে নিয়েছে৷ কন্যাশ্রী, দুর্গা পুজো পুরস্কৃত হয়েছে৷ দক্ষ শ্রমিক, ব্যবসার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমরা সবার উপরে৷ রেল লাইন, জাতীয় সড়কের পাশে জমি, পরিকাঠামো সব তৈরি৷’