বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার পরামর্শ দেন প্রধান বিচারপতি। কিন্তু মামলা দায়ের করতে চান না বিকাশ বাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্যর যুক্তি, যদি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতে চান, সেক্ষেত্রে রাজ্যে অ্যাডভোকেট জেনারেলের অনুমোদন প্রয়োজন রয়েছে। তিনি নিশ্চিত যে অ্যাডভোকেট জেনারেলের পক্ষে অনুমতি দেওয়া সম্ভব নয়। তাই তিনি চান আদালত যেন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে।
advertisement
গত পরশু আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি অংশ নিয়ে অভিযোগ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে বলব যিনি এখানে আছেন, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না।" বক্তব্যের এই অংশ সহ একাধিক অংশ নিয়ে অভিযোগ।
আরও পড়ুন, 'আপনজন' হারা বর্তমান SSC! কোথায় তাঁরা, খোজ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু
আরও পড়ুন, 'ভুয়ো' কাস্ট সার্টিফিকেট দেখিয়েও SSC-তে চাকরি! রাজ্যকে তীব্র ভর্ৎসনা আদালতের
শিক্ষা সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় অখুশি হলে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন মামলাকারীরা। গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, নবম - দশম সব মামলা বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চেই বিচারাধীন।