TRENDING:

Mamata Banerjee On Union Budget: বাংলাকে বঞ্চনা, ভোটের ময়দানে জবাব! কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার

Last Updated:

Mamata Banerjee On Union Budget:মমতার তীব্র প্রতিক্রিয়া, ‘‘এই বাজেট গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জন সাধারণের বাজেট নয়৷ বাংলার স্বার্থ বঞ্চিত হলে, মানুষ কিন্তু এর জবাব দেবে।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঙ্গলবার বেলা ১১টায় সপ্তমবারের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণা করলেন নির্মলা সীতারমণ৷ এর পরই বাজেট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বাজেটের পরই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাজেটের পরই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

বাজেটে বাংলার প্রাপ্তি-ভাগ্য একেবারেই ভাল নয় বলেই কার্যত মন্তব্য করেন মমতা৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ‘‘এই বাজেটে বাংলার মানুষকে কেন্দ্র বঞ্চনা করেছে৷ আর এর জন্য বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না৷’’

আরও পড়ুন:বিনা টিকিটে ট্রেনে যাত্রা করছিলেন ব্যক্তি, টিটি ধরতেই কী বললেন ? জানলে চমকে উঠবেন!

মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আরও বলেন, ‘‘অন্ধ্র প্রদেশ, বিহারকে টাকা দিয়েছে তাতে আপত্তি নেই৷ কিন্তু একজনকে টাকা দিতে গিয়ে বাকিদের বঞ্চিত করা যায় না৷ বাংলাদেশের জনসংখ্যার কাছাকাছি ভোটার আছে এই পশ্চিমবঙ্গে৷”

advertisement

আরও পড়ুন:স্বপ্নের বাড়ি কিনতে চান? কীভাবে টাকা জমালে নিজের ঘর কিনে ফেলা সম্ভব

এরপরেই একশো দিনের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তোপ দাগেন মমতা। কেন্দ্র থেকে প্রাপ্য টাকা নিয়ে মমতা আগেও সুর চড়িয়েছেন, এদিন আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করলেন, ‘‘ রাজ্যের পাওনা ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে বাকি রয়েছে৷ একটাকাও দেওয়া হয়নি৷ উপরন্তু এই বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে৷’’

advertisement

মমতা আরও বলেন, ‘‘বাংলা বারবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়৷ তাও আশেপাশের রাজ্যগুলিকে বন্যার জন্য অর্থ বরাদ্দ করা হল। কিন্তু আমাদের বেলায় কিছু নেই।’’

তিনি উত্তরবঙ্গের বঞ্চনা প্রসঙ্গে বলেন, ‘‘ভোট আসলেই দার্জিলিং যায় ওরা। প্রত্যেকবার ভোট চায় পাহাড় থেকে। কিন্তু ভোট শেষ হলেই পাহাড়কে এরা ভুলে যায়। সিকিমকে সাহায্য করেছে করুক। কিন্তু বাংলার পাহাড়কে নয় কেন?’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মমতার তীব্র প্রতিক্রিয়া, ‘‘এই বাজেট গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জন সাধারণের বাজেট নয়৷ বাংলার স্বার্থ বঞ্চিত হলে, মানুষ কিন্তু এর জবাব দেবে। বাংলার মানুষ কখনওই ছেড়ে কথা বলবে না। বাংলা একা নয়, একাই একশো৷ ভোটের ময়দানে এই বঞ্চনার জবাব দেওয়া হবে৷”

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee On Union Budget: বাংলাকে বঞ্চনা, ভোটের ময়দানে জবাব! কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল