সূত্রের খবর অনুযায়ী, জাগো বাংলা স্টলের এবার থিম “ভারতীয় সংবিধান”। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনটাই নির্দেশ নেতৃত্বদের। ভারতীয় সংবিধানের বিভিন্ন কথা তুলে ধরা হবে জাগো বাংলার স্টলে। পাশাপাশি এবারের বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি বই প্রকাশিত হবে।
আরও পড়ুন: নামখানার কাছে আটকে গঙ্গাসাগর মেলা ফেরত ফেরি! আশঙ্কায় ১৮২ প্রাণ, রক্ষায় উপকূলরক্ষী বাহিনী
advertisement
সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি বইয়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলার উপাচার নিয়ে একটি বই থাকবে। সেইসঙ্গে হেরিটেজ নিয়েও থাকবে একটি বই। ভুলে যাওয়া স্বাধীনতা সংগ্রামীদের নিয়েও একটি বই প্রকাশ করা হবে বলেই জানা গিয়েছে।
এই বছর এগিয়ে এসেছে কলকাতা বইমেলা। অন্য বছরের তুলনায় এ বারের বইমেলা অনেকটাই আগে শুরু হচ্ছে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বার ৩১ জানুয়ারি থেকে বইমেলা শুরু হয়েছিল। এ বারের বইমেলায় দু’টি শনি এবং রবিবার পড়েছে। ২৩ এবং ২৬ জানুয়ারি ছুটির দিন। ওই দিনগুলিতে ভিড় বেশি হওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। এ বারের মেলা গত বারের ভিড়কে ছাপিয়ে যেতে পারে বলেও তাঁদের অনুমান।