Gangasagar Mela 2024: নামখানার কাছে আটকে গঙ্গাসাগর মেলা ফেরত ফেরি! আশঙ্কায় ১৮২ প্রাণ, রক্ষায় উপকূলরক্ষী বাহিনী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কাকদ্বীপের নামখানার কাছে একটি ফেরিতে আটকে পড়ে ১৮২ জন যাত্রী।
দক্ষিণ ২৪ পরগণা: গঙ্গাসাগরে ভয়ঙ্করার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি তীর্থযাত্রীর দল। কাকদ্বীপের নামখানার কাছে একটি ফেরিতে আটকে পড়ে প্রায় ১৮২ জন যাত্রী। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একটি দ্রুত অভিযান চালায়। গঙ্গাসাগর থেকে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। তবে ভারতীয় কোস্ট গার্ডের অভিযান সফল হয়েছে। সমস্ত যাত্রীকেই সফল ভাবে উদ্ধার করা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, তীর্থযাত্রীরা মকর সংক্রান্তিতে পবিত্র ডুব দিয়ে গঙ্গা সাগর থেকে ফিরছিলেন। কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সমুদ্রে তলিয়ে যায় ফেরিটি।
advertisement
তবে, যাত্রীদের সুরক্ষায় সঙ্গে সঙ্গে তত্পর হয় উপকূল রক্ষী বাহিনী। সময়মত উদ্ধারকাজ শুরু হওয়ায় রক্ষা পেল ১৮২ জন যাত্রীর জীবন। হলদিয়া থেকে হোভারক্রাফ্ট মোতায়েন করা হয়।
advertisement
তীর্থযাত্রীরা কিছু সময় পর উপলব্ধি করেন যে তাঁরা ফেরিতেতে আটকে পড়েছেন। ফেরিটি সেই সময়ে অত্যন্ত দুর্বল দৃশ্যমানতার কারণে ভেসে যায়। এমত পরিস্থিতিতে যাত্রীরা চরম দুর্দশার মধ্যে পড়েন। সকলে আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায়।
তবে সমস্ত বিপদকে তুচ্ছ করে যাত্রীদের সফল ভাবে রক্ষা করেছেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। প্রতিকুল আবহাওয়া-সহ সমস্ত বিপদকে তুচ্ছ করে সমস্ত যাত্রীকে উদ্ধার করেছেন তাঁরা। অত্যাধুনিক হোভারক্রাফ্ট-সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাহিনী।
advertisement
ভারতীয় কোস্ট গার্ডের এই ধরনের চ্যালেঞ্জের মুহূর্তে দ্রুত এবং কার্যকরভাবে সাড়া দেওয়ার ক্ষমতা হল তাদের কঠোর প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম এবং নাগরিকদের জীবন রক্ষার প্রতিশ্রুতির প্রমাণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 1:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2024: নামখানার কাছে আটকে গঙ্গাসাগর মেলা ফেরত ফেরি! আশঙ্কায় ১৮২ প্রাণ, রক্ষায় উপকূলরক্ষী বাহিনী