অমর্ত্য সেনের পর আরও একবার নোবেল বাঙালি অর্থনীতিবিদের ঝুলিতে ৷ দারিদ্র্য দূরীকরণ নিয়ে কাজ করে স্ত্রী এস্থার ডাফলো এবং অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারের সঙ্গে যুগ্মভাবে নোবেল পুরস্কার জিতেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নবান্নে বৈঠক সেরে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা হিন্দুস্থান পার্কে নির্মলা দেবীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে মুখোমুখি দেখা করেন ৷ সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে সোমবার অভিজিতের নোবেল জয়ের খবর আসতেই ফোন করে তাঁর মা নির্মলাদেবীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷এদিন প্রায় ঘণ্টা খানেক ছিলেন সেখানে ৷
advertisement
এমাসের শেষেই মায়ের সঙ্গে দেখা করতে কলকাতা আসতে পারেন নোবেলজয়ী এমআইটি-র গবেষক অভিজিৎ ৷ সেসময় তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতায় এলে নোবেল জয়ীকে সংবর্ধনা দেওয়ার কথাও ভেবেছে রাজ্য সরকার ৷অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা-ও অর্থনীতিবিদ। একসময় অধ্যাপনা করতেন। কৃষি, ও গ্রামীণ ক্ষেত্রে তাঁকে রাজ্য সরকার কাজে লাগাতে চায় বলে জানান মুখ্যমন্ত্রী।