মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে বিশেষ উদ্যোগ। পরীক্ষা চলাকালীন ৪টি শনিবারেই অতিরিক্ত সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত মেট্রোরেল কর্তৃপক্ষের। সূত্রের খবর, এই ক'দিন অতিরিক্ত দু’জোড়া মেট্রো চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে। অন্য দু’জোড়া চালানো হবে দুপুর ৩টে থেকে বিকেল ৫টার মধ্যে।
advertisement
শনিবার এমনিতেও দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ২৩৪টি মেট্রো চলে। সেগুলির সঙ্গে আগামী কয়েকটা শনিবার অতিরিক্ত আরও ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত মেট্রোর প্রথমটি দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৯টা ৫০ মিনিটে। দ্বিতীয়টি ছাড়বে সকাল ১১টা ৬ মিনিটে।
কবি সুভাষ থেকে প্রথম অতিরিক্ত মেট্রোটি ছাড়বে সকাল ১০টায়। দ্বিতীয় মেট্রোটি ছাড়বে সকাল ১০টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে তৃতীয় অতিরিক্ত মেট্রোটি ছাড়বে দুপুর ৩টে ৪ মিনিটে। চতুর্থ মেট্রো ছাড়বে বিকেল ৪টে ১৫ মিনিটে। দুপুর ৩টে ১০ মিনিটে তৃতীয় অতিরিক্ত মেট্রোটি ছাড়বে কবি সুভাষ থেকে। চতুর্থটি ছাড়বে বিকেল ৪টে ১২ মিনিটে। বাকি মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন: শহর বাড়ছে আতঙ্ক! এবার কলকাতায় অ্যাডিনোভাইরাসে মৃত্যু কিশোরীর
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আপাতত কয়েকটি শনিবার ৪ জো়ড়া অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক শেষ হলেই শুরু হবে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা।
এই পরীক্ষার দিনগুলিতে বিভিন্ন মেট্রো স্টেশনে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় বাড়বে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। সেই কথা মাথায় রেখেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ (ব্লু লাইন) রুটে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। চলবে ৪ মার্চ পর্যন্ত। আবার একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে। সেই পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো ও বাড়ি ফেরার সুবিধার জন্য ২৫ ফেব্রুয়ারি ও ৪-১৮-২৫ মার্চ মিলবে অতিরিক্ত মেট্রো। সকাল ১০টা থেকে দুপুর ১২টা চলবে অতিরিক্ত দু’জোড়া ট্রেন। আবার পরীক্ষা শেষে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আরও অতিরিক্ত ২ জোড়া মেট্রো চলবে। এছাড়াও সকাল ৯টা থেকে রাত রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত ৫-৬ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যা বাড়বে কি না তা, এখনও জানায়নি মেট্রো।