সেই পদক্ষেপ গুলি নিশ্চিত করে আগামী ৩১ জানুয়ারি আদালতকে রিপোর্ট জমা দেবে মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকার। কী কী পদক্ষেপ?
১) প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় পৌঁছুতে পারেন সে বিষয়ে রাজ্যকে সুনিশ্চিত পদক্ষেপ করতে হবে।
২) প্রতিটি থানা ওয়ারি মাইকিং করতে হবে। যাতে পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে পুলিশ বা প্রশাসন তাদের সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে।
advertisement
আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা কাটছাঁট করে দিল্লিতে ফিরছেন রাহুল, জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত
৩) পরীক্ষার্থীদের সুবিধার জন্য পর্ষদকে একাধিক হেল্পলাইন নম্বর চালু করতে হবে।
৪) হেল্পলাইন নম্বর সহ পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে স্থানীয়ভাবে কোথায় যোগাযোগ করবেন, তার যাবতীয় তথ্য দিয়ে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করতে হবে পর্ষদকে।
৫) পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছনোর জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা সচল রাখতে হবে রাজ্যকে।
৬) কোনও পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে বা পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হলে, তার জন্য কী কী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, তা রিপোর্টে জানাতে হবে পর্ষদকে।
আজ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি, আইনজীবীর মাধ্যমে আদালতকে জানিয়েছেন, ইতিমধ্যেই তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পর্যাপ্ত পরিমান পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। যথেষ্ট হেল্পলাইন নম্বর রয়েছে।