এই টেস্ট পেপারে একদিকে যেমন বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র থাকবে তেমনই পরীক্ষার প্রস্তুতির জন্য কিভাবে তৈরি হবে তার নির্দিষ্ট কিছু পরামর্শ দেওয়া থাকবে বলেই সূত্রের খবর। পাশাপাশি কীভাবে করোনা বিধি মেনে পরীক্ষা নেওয়া হবে তারও বিস্তারিত গাইডলাইন দেওয়া থাকবে টেস্ট পেপারে। প্রসঙ্গত গত বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি রাজ্যের তরফে। তার আগের বারের মাধ্যমিক পরীক্ষার সর্বশ্রেষ্ঠ উত্তরপত্র দেওয়া থাকবে এইবারের টেস্ট পেপারে বলেই পর্ষদ সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন - কলকাতার 'জবাব' ত্রিপুরায়? বড় পরিকল্পনা নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
প্রসঙ্গত ইতিমধ্যেই কতটা সিলেবাস এর উপর বিষয়ভিত্তিক মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022) হবে তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি কত নম্বরের কতগুলি করে প্রশ্ন থাকবে তার বিস্তারিত নির্দেশিকা দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই স্কুলগুলিও সেই ধাঁচেই মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নিয়েছে। সেই প্রশ্নপত্রগুলি ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ দিয়েছিল পর্ষদে পাঠাতে। ইতিমধ্যে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র পেয়ে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই প্রশ্নপত্রগুলিকে একত্রিত করেই পর্ষদ টেস্ট পেপারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দেবে।
পর্ষদের আধিকারিকদের দাবি, এর ফলে ছাত্রছাত্রীদের কোভিড পরিস্থিতিতে পরীক্ষার প্রস্তুতি নিতে আরও সুবিধা হবে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। ছ হাজারের বেশি পরীক্ষাকেন্দ্রে এবার মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি এক একটি স্কুলে ২০০ থেকে আড়াইশো জনের বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষার্থী যেতে না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে। আগামী ৭ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022) শুরু। চলবে ১৬মার্চ পর্যন্ত।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়