TRENDING:

Madhyamik 2022: মাধ্যমিকের ফল প্রকাশ শুক্রবার, নজরে ২০২৩ মাধ্যমিকের পরীক্ষা সূচি

Last Updated:

Madhyamik 2022: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তাবিত সূচি পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা কবে হবে? তা নিয়ে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের দিন পরীক্ষার সূচি ঘোষণার সম্ভাবনা পর্ষদের।
advertisement

ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের কাছে। পর্ষদ সূত্রে খবর, সূচি অনুমোদিত হলেই আগামীকালই সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে থেকেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু করতে চায় পর্ষদ।

আরও পড়ুন- এসএসসি নিয়োগে সব প্রশিক্ষণ শংসাপত্র সঠিক? নতুন বাঁক নিয়ে তুমুল আলোড়ন!

advertisement

২০২২ এর তুলনায় পরীক্ষার সময় সীমা খানিকটা এগিয়ে আনতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

করোনা পরিস্থিতির আগে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাঝামাঝি বা চতুর্থ সপ্তাহ থেকেই শুরু হত। এবারের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা হলেও পরের বছর সেই সময়সীমা তেই ফিরিয়ে আনতে চায় পর্ষদ।

advertisement

শুক্রবার সকাল ন'টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে ফল প্রকাশের পাশাপাশি নজর থাকবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি এর দিকেও।

প্রসঙ্গত আগামী বছর পূর্ণ সিলেবাস এর উপরেই মাধ্যমিক পরীক্ষা হবে তা ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে পর্ষদ। শুধু তাই নয় বিস্তারিত একাডেমিক ক্যালেন্ডার ইতিমধ্যেই দিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

advertisement

এ বছর ১১লক্ষ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী আবেদন করেছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য। পর্ষদ সূত্রের খবর তার মধ্যে প্রায় ১১ লাখ এর কাছাকাছি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

যদিও শুক্রবারই ফল প্রকাশের সময় তা স্পষ্ট হবে। জেলার একাধিক স্কুল অবশ্য পরীক্ষা চলাকালীন দাবি করেছিল অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষার জন্য আবেদন করলেও পরীক্ষা দিতে আসেননি। সে ক্ষেত্রে আবেদনের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে প্রায় ৩০ হাজারের সামান্য বেশি বলেই পর্ষদ সূত্রের খবর।

advertisement

শুক্রবার ফল প্রকাশের পাশাপাশি প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে পর্ষদ। সে ক্ষেত্রে এবারে কোন জেলা থেকে সবথেকে বেশি মেধা তালিকায় স্থান করে নিতে পারবে সে দিকেও বিশেষভাবে নজর থাকবে। প্রতিবারই দেখা গেছে কলকাতা তুলনায় জেলাগুলির ফলাফল উল্লেখযোগ্য ভালো হয়।

আরও পড়ুন- বিদেশে 'না', হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়! সব নজর দুপুর দুটোয়...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবারেও জেলাগুলির পাল্লা ভারী থাকে নাকি সেদিকে তাকিয়ে থাকবে পর্ষদ। সকাল দশটার পর থেকেই ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। ওইদিনই স্কুল গুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik 2022: মাধ্যমিকের ফল প্রকাশ শুক্রবার, নজরে ২০২৩ মাধ্যমিকের পরীক্ষা সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল